কলকাতার এসএসকেএম হাসপাতালে রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিজস্ব চিত্র।
রিষড়ায় অশান্তির ঘটনায় বিজয় মালিক নামে এক বাসিন্দা আহত হয়েছেন। তাঁকে দেখতে মঙ্গলবার কলকাতার এসএসকেএম হাসপাতালে যান রাজ্যপাল। তাঁকে দেখে হাসপাতাল থেকে বেরোনোর পর রাজ্যপাল বলেন, ‘‘অশান্তির ঘটনায় উনি জখম হয়েছেন। উনি মাথায় চোট পেয়েছেন। চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছে। ২৫ হাজার টাকা দেওয়া হচ্ছে। আজ অস্ত্রোপচার হবে।’’
সোমবার রিষড়ায় অশান্তির ঘটনার আহতদের দেখতে কলকাতার এসএসকেএম হাসপাতালে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। মঙ্গলবার উত্তরবঙ্গ সফর কাটছাঁট করে কলকাতায় ফেরেন রাজ্যপাল। তার পর যান রিষড়ায়। রিষড়ার পরিস্থিতি ঘুরে দেখে এসএসকেএম হাসপাতালে পৌঁছলেন রাজ্যপাল।
‘‘রিষড়ার ঘটনায় বহিরাগতরা ছিলেন’’, রাজ্যপালের কাছে অভিযোগ এক বাসিন্দার। রিষড়ায় গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। সেই সময়ই বাসিন্দারা এই অভিযোগ জানান।
রিষড়ায় রাজ্যপালের সফর নিয়ে ‘খুশি’ রাজ্য বিজেপি নেতৃত্ব। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘‘রাজ্যপালকে ধন্যবাদ জানাচ্ছি। এই পরিস্থিতিতে উনি সেখানে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছেন।’’ সম্প্রতি রাজ্যে অশান্তির ঘটনায় রাজ্যপাল আনন্দ বোসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করেছিলেন শুভেন্দু অধিকারী। বলেছিলেন, ‘‘গোপালকৃষ্ণ গান্ধী ও জগদীপ ধনখড়ের মতো ভূমিকা ওঁর মধ্যে এখনও দেখিনি।’’ এর পর মঙ্গলবার রিষড়ায় রাজ্যপালের সফর নিয়ে সন্তোষ প্রকাশ করলেন সুকান্ত।
রিষড়ায় রাজ্যপালের সফর প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বলেছেন, ‘‘রাজ্যপাল সেখানে যাচ্ছেন, ভাল। তাঁর প্রশংসা করছি। উনি কড়া বার্তা দিয়েছেন। রাজ্যও কড়া পদক্ষেপ করছে। বিজেপি উস্কানি দিচ্ছে। পরিস্থিতি শান্ত করতে রাজ্য সরকারের প্রচেষ্টায় সাহায্য করছেন না তাঁরা (বিজেপি নেতারা)।’’
রিষড়ায় গিয়ে চন্দননগরের পুলিশ কমিশনার অমিত জাভালগির সঙ্গে প্রায় ১০ মিনিট কথা বলেন রাজ্যপাল। এর পর রিষড়ার ৪নং রেলগেট এলাকা ঘুরে দেখেন তিনি। সেখান থেকে যান রিষড়া স্টেশনে। কথা বলেন স্টেশনমাস্টারের সঙ্গে।
রিষড়ায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলার পর রাজ্যপাল বললেন, ‘‘নিজেরা বাঁচুন এবং অপরকে বাঁচতে দিন।’’
রিষড়ায় সাধারণ মানুষের সঙ্গে কথা বললেন রাজ্যপাল আনন্দ বোস। অশান্তির ঘটনা সম্পর্কে রাজ্যপালকে জানালেন স্থানীয় বাসিন্দারা।
রিষড়া স্টেশনে রেলের আধিকারিকদের সঙ্গে কথা বললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
রিষড়া স্টেশনের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে রাজ্যপালের কনভয়। গাড়িতে বসে ফোনে কথা বলছেন রাজ্যপাল আনন্দ বোস।
‘‘বাংলায় শান্তি প্রতিষ্ঠা করা হবে। শান্তি প্রতিষ্ঠা করতে সব রকম পদক্ষেপ করা হবে’’, রিষড়ায় গিয়ে বললেন রাজ্যপাল বোস।
রিষড়ায় গিয়ে কড়া বার্তা দিলেন রাজ্যপাল। রাজ্যপাল আনন্দ বোস বললেন, ‘‘গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে এখানে এসেছি। কঠোর পদক্ষেপ করা হবে। দুর্বৃত্তদের হাতে আইন তুলে নিতে দেব না। বাংলার মানুষের অধিকার রয়েছে শান্তিতে থাকার। শান্তি ফেরানো হবে। দুর্বৃত্তদের কঠোর হাতে দমন করা হবে। সবাইকে এক সঙ্গে এই নৈরাজ্য উৎখাত করতে হবে।’’ তিনি আরও বলেছেন, ‘‘বাংলায় দীর্ঘ দিন ধরে রাজনীতির অপরাধীকরণ চলছে। এ বার তার শেষ হওয়া প্রয়োজন।’’
#WATCH | Hooghly: "There will be solid action on part of all enforcement agencies. We will never allow miscreants to take law in hand, police will come down heavily on them. Bengal has been suffering for long time, we'll put a final end to it": WB Governor in Rishra pic.twitter.com/id2CNpO4NE
— ANI (@ANI) April 4, 2023
চন্দননগরের পুলিশ কমিশনার অমিত পি জাভালগির সঙ্গে কথা বললেন রাজ্যপাল আনন্দ বোস। রাজ্যপালের সফর ঘিরে রিষড়ায় পুলিশে পুলিশে ছয়লাপ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy