Advertisement
২৫ নভেম্বর ২০২৪
Migrant Workers

পরিযায়ী শ্রমিকদের ফেরাতে স্পেশাল ট্রেনের ভাড়া দেবে রাজ্য, বার্তা মমতার

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০৫টি ট্রেনে ভিন্-রাজ্যে আটকে পড়ারা ফিরছেন এ রাজ্যে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ মে ২০২০ ১৮:০৬
Share: Save:

ভিন্-রাজ্য থেকে ট্রেনে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরার সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার। শনিবার টুইট করে এ কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, ‘‘স্পেশাল ট্রেনে ভিন্-রাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকেরা আসছেন, তাঁদের যাবতীয় খরচ পশ্চিমবঙ্গ সরকার বহন করবে। রেলওয়ে বোর্ডকে চিঠি দিয়ে এ কথা জানানো হয়েছে।’’

এ দিন রাজ্যের মুখ্য সচিব রাজীব সিংহ রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান বিনোদকুমার যাদবকে চিঠি লিখে জানিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ‘শ্রমিক স্পেশাল’ ট্রেনে যাঁরা বাংলায় আসছেন, তাঁদের সমস্ত খরচই মিটিয়ে দেওয়া হবে।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১০৫টি ট্রেনে ভিন্-রাজ্যে আটকে পড়ারা ফিরছেন এ রাজ্যে। সেই সব ট্রেনের একটি তালিকাও প্রকাশ করেছিল রাজ্য। এ দিন নবান্নে রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই টুইট করে শ্রমিকদের ফেরার ব্যাপারে বলেছেন, যাঁরা ফিরছেন, তাঁদের খরচ বহন করবে সরকার। এ ছাড়াও বিদেশে আটকে পড়াদের বিমানে রাজ্যে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে।’’ আগামী ১৮ মে বাংলাদেশ থেকে একটি বিমান আসছে। ওই বিমানে যাঁরা ফিরবেন, তাঁদের ১৪ দিন কোয়রান্টিনে থাকতে হবে। নিজেরা হোটেল ভাড়া নিয়েও কোয়রান্টিনে থাকতে পারেন। সরকারি কোয়রান্টিনে থাকলে তার সমস্ত খরচ বহন করবে সরকার। ভিন্-দেশে আটকে পড়াদের ফেরানোয় কোনও সমস্যা নেই, এ বিষয়ে কেন্দ্রের সঙ্গে নিয়মিত আলোচনা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রসচিব।

ভিন্-রাজ্যে আটকে পড়াদের তথ্য দিতে গিয়ে এ দিন আলাপনবাবু জানান, ১৬টি রাজ্যে পরিযায়ী শ্রমিকদের পাশাপাশি ছাত্রছাত্রী, তীর্থযাত্রী, পর্যটকেরা আটকে পড়েছেন ট্রেনগুলি যেখানে থামছেন, সেখানে তাঁদের মেডিক্যাল টেস্ট করা হচ্ছে। এর পাশাপাশি জেলাগুলির তরফেও কোয়রান্টিন সেন্টারও করা হয়েছে।

আরও পড়ুন: ভয়ঙ্কর গতিতে এ রাজ্যের দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আমফান’

আরও পড়ুন: সংক্রমণে চিনকেও টপকে গেল ভারত, ২৪ ঘণ্টায় আক্রান্ত প্রায় ৪ হাজার

পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী এ দিনই নবান্নে জানিয়েছেন, ট্রেনে করে ভিন রাজ্যে আটকে পড়াদের ফেরার পর, তাঁদের নিজের জেলায় নিখরচায় বাড়ি ফেরানোর ব্যবস্থাও করা হচ্ছে তাঁর দফতরের তরফে।

অন্য বিষয়গুলি:

Migrant Workers Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy