Advertisement
২৭ জানুয়ারি ২০২৫
Parliament Winter Session

আদানি নিয়ে আলোচনা চেয়ে লোকসভায় মুলতুবি প্রস্তাব, ‘রণকৌশল’ ঠিক করতে বৈঠকে কংগ্রেস

লোকসভার স্পিকার এবং সেক্রেটারি জেনারেলকে মুলতুবি প্রস্তাব দিয়ে চিঠি লিখেছেন কংগ্রেস সাংসদ। আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রীর নীরবতার বিরোধিতা করেছেন তিনি।

(বাঁ দিকে) শিল্পপতি গৌতম আদানি। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (ডান দিকে)।

(বাঁ দিকে) শিল্পপতি গৌতম আদানি। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (ডান দিকে)। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০২৪ ০৯:৫১
Share: Save:

গৌতম আদানির বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে আলোচনা চেয়ে লোকসভায় মুলতুবি প্রস্তাব দিলেন কংগ্রেস সাংসদ মণিকম টেগোর। সোমবার সংসদের শীতকালীন অধিবেশন শুরু হচ্ছে। শুরুতেই আদানি নিয়ে চড়তে পারে উত্তেজনার পারদ। সেই অনুযায়ী কোমর বাঁধছেন বিরোধীরাও। অধিবেশন শুরুর আগে সোমবার সকালে কংগ্রেস সাংসদেরা বৈঠকে বসছেন। তাতে সংসদের ‘রণকৌশল’ স্থির করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

লোকসভার স্পিকার এবং সেক্রেটারি জেনারেলকে মুলতুবি প্রস্তাব দিয়ে চিঠি লিখেছেন মণিকম। তাতে বলেছেন, ‘‘শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ দিয়ে বরাত পাওয়ার যে অভিযোগ আমেরিকার আদালতে উঠেছে, তা আদানি গোষ্ঠীর উপরে কালো মেঘ ঘনিয়ে তুলেছে। সারা বিশ্বের বিনিয়োগকারীদের ঠকিয়ে সৌরশক্তির বড় চুক্তি হস্তগত করতে সাড়ে ২৬ কোটি ডলারের বেশি ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। এ প্রসঙ্গে কেন্দ্রে ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকারের উদাসীনতা, নীরবতা সারা বিশ্বের কাছে ভারতের মাথা নিচু করে দিচ্ছে। সরকারকে জবাব দিতেই হবে। আদানির সঙ্গে সখ্য এবং ওই সংস্থার এই কেলেঙ্কারিতে জড়িত থাকা নিয়েও জবাব দিতে হবে প্রধানমন্ত্রীকে।’’

সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, সোমবার সকাল সাড়ে ১০টা নাগাদ দিল্লিতে দলের সংসদীয় পার্টি অফিসে কংগ্রেস সাংসদেরা বৈঠকে বসবেন। লোকসভার শীতকালীন অধিবেশনে কংগ্রেসের ‘রণকৌশল’ কী হতে চলেছে, তা স্থির করা হতে পারে ওই বৈঠকেই।

সোমবার অধিবেশন শুরু হলেও প্রথম দিন সাধারণত শোকপ্রস্তাব পাঠ ছাড়া বিশেষ কিছু হয় না। ফলে মঙ্গলবার থেকে আদানি প্রসঙ্গে সংসদ উত্তাল হওয়ার সম্ভাবনা। এ ছাড়া, বিজেপি শাসিত মণিপুরে নতুন করে অশান্তি বা ওয়াকফ বিল ঘিরে বিতর্কও দানা বাঁধতে চলেছে। কেন্দ্রের শাসকদলকে সংসদে এই সমস্ত প্রসঙ্গে ‘চেপে ধরার’ প্রস্তুতি নিয়েছেন বিরোধীরা। তবে সদ্যপ্রকাশিত মহারাষ্ট্রের বিধানসভা ভোটের ফলাফল বিজেপিকে বাড়তি ‘অক্সিজেন’ দিয়েছে। ঝাড়খণ্ডে ক্ষমতায় আসতে না পারলেও মহারাষ্ট্রে বিপুল জয় পেয়েছে বিজেপি-শিবসেনা (শিন্ডে)-এনসিপি অজিত পওয়ার) জোট। ঝাড়খণ্ডের চেয়ে ধারে ও ভারে এগিয়ে থাকা রাজ্যে ক্ষমতায় এসে শীতকালীন অধিবেশনের আগে কিছুটা হলেও আত্মবিশ্বাসী এনডিএ। লোকসভা নির্বাচনে শক্তিক্ষয়ের পর যার অভাব দেখা দিয়েছিল শাসক শিবিরে। রবিবার সর্বদল বৈঠকে সরকারের তরফে সংসদের অধিবেশনে বিরোধীদের সহযোগিতার অনুরোধ করা হয়েছে।

অন্য বিষয়গুলি:

Parliament Winter Session Parliament Session Congress BJP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy