Advertisement
০৮ সেপ্টেম্বর ২০২৪
SC

অনগ্রসর নিগমে সরকারি প্রতিনিধি

সরকারি দফতরের প্রতিনিধিকে পদাধিকার বলে নিগমের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সংস্থান রাখতে সংশ্লিষ্ট আইন সংশোধন হতে চলেছে।

মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৪ ০৮:০৫
Share: Save:

রাজ্যের তফসিলি জাতি, উপজাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণি উন্নয়ন ও বিত্ত নিগমে এ বার সংশ্লিষ্ট দফতরের প্রতিনিধি রাখতে চলেছে রাজ্য সরকার। ওই নিগমে এ বার থেকে রাজ্যের আদিবাসী উন্নয়ন দফতরের সচিব বা তাঁর কোনও প্রতিনিধি (যুগ্ম সচিব পর্যায়ের নীচে নয়) থাকবেন সদস্য হিসেবে। সরকারি দফতরের প্রতিনিধিকে পদাধিকার বলে নিগমের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার সংস্থান রাখতে সংশ্লিষ্ট আইন সংশোধন হতে চলেছে। বিধানসভার চলতি অধিবেশনেই ‘দ্য ওয়েস্ট বেঙ্গল এসসি, এসটি অ্যান্ড ওবিসি ডেভলপমেন্ট অ্যান্ড ফিনান্স কর্পোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৪’ পেশ হবে। বিল নিয়ে কাল, বৃহস্পতিবার অধিবেশনে আলোচনার পরে পাশ হওয়ার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nabanna Mamata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE