কবে এবং ক’দফায় ভোট করাতে চায় সরকার, তা জানতে চেয়ে পঞ্চায়েত দফতরে চিঠি দিলেন রাজ্য নির্বাচন কমিশনার অমরেন্দ্রকুমার সিংহ। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট চূড়ান্ত করতে যে আলোচনা হওয়ার কথা, কমিশন চিঠির মাধ্যমে সেই প্রস্তাবই দিয়েছে। পঞ্চায়েত দফতর বৃহস্পতিবারই কমিশনের প্রস্তাব নবান্নে পাঠিয়ে দিয়েছে। দফতরের এক কর্তার কথায়,‘‘এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই সিদ্ধান্ত নেবেন, কবে থেকে ক’দফায় ভোট করানো হবে।’’
যদিও পঞ্চায়েত নির্বাচন আইন বলছে, রাজ্যের সঙ্গে ‘আলোচনার’ ভিত্তিতেই দিনক্ষণ ঠিক হওয়ার কথা। এ ক্ষেত্রে কমিশনের উপর রাজ্য তার মতামত চাপিয়ে দিতে পারে না। নবান্নের খবর, মুখ্যমন্ত্রী এক দিনেই রাজ্যে পঞ্চায়েত ভোট করাতে চান। যদিও ২০১৩ সালে পাঁচ দফায় পঞ্চায়েত ভোট হয়েছিল। কমিশন যে চিঠি পাঠিয়েছে তাতেও সম্ভাব্য দিন এবং দফার কথা লিখেছেন। যা থেকে স্পষ্ট, কমিশন অন্তত একদিনে ভোট করানোর পক্ষে নয়। পঞ্চায়েত দফতরের অনেকেই মনে করছেন, এ বারও ভোটের দিনক্ষণ ঠিক করার ক্ষেত্রে কমিশন-নবান্ন বিবাদ অনিবার্য হয়ে পড়তে পারে। যদি তা হয় সে ক্ষেত্রে মে-জুন মাসেই ভোট হবে, নাকি এবারও আদালতেই পঞ্চায়েত-লড়াই পৌঁছাবে সেটাই দেখার বিষয় হয়ে দাঁড়াবে। কমিশন অবশ্য প্রস্তুতি চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদস্তরে ৪৩০ জন পর্যবেক্ষক চেয়ে নবান্নে চিঠি দিয়েছেন কমিশনার। বাকি রয়েছে কেন্দ্রীয় বাহিনী চাওয়া। কমিশনের এক সূত্র জানাচ্ছে, দিনক্ষণ ঠিক করার আলোচনা শুরু হলেই বাহিনী নিয়ে আলোচনা হবে। নবান্নের একাংশও মনে করে, রাজ্য পুলিশ দিয়ে ভোট হলেও এক দফায় তা অসম্ভব। কিন্তু মুখ্যমন্ত্রীর মনোভাব বুঝে কর্তারা চুপ থাকায় শ্রেয় মনে করছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy