রাজ্য নির্বাচন কমিশন।
পুরভোটের দিনক্ষণ নিয়ে জল্পনাকল্পনার শেষ নেই। রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকও করেছেন রাজ্যপাল। এই আবহেই রাজ্য সরকারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনার পথ খুলল কমিশন। সূত্রের খবর, কমিশনের চিঠি পৌঁছেছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরে।
রাজ্যের ১১১টি পুরসভার ওয়ার্ড সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। পুর দফতরের খবর, সে-কথা বৃহস্পতিবার রাজ্যকে পাঠানো চিঠিতে উল্লেখ করেছে কমিশন। নিজেদের প্রস্তুতির কথা জানানোর পাশাপাশি ভোটের দিনক্ষণ নিয়ে রাজ্য কী ভাবছে, তা জানার আগ্রহও প্রকাশ করা হয়েছে চিঠিতে। সে-ক্ষেত্রে রাজ্য কবে ভোট করতে চায়, সেই বিষয়ে মতামত বা পরামর্শও দেওয়া যেতে পারে। তাই কমিশন এ ভাবে রাজ্য সরকারকে চিঠি লিখেছে। সরকার ও কমিশন আলোচনায় বসে বা চিঠি পাঠিয়ে ভোটের দিনক্ষণ স্থির করতে পারে। নিয়ম অনুযায়ী রাজ্যের সঙ্গে আলোচনা করেই ভোটের দিনক্ষণ ঘোষণা করে কমিশন।
কলকাতা ও হাওড়ার পুরভোটের ক্ষেত্রে কিছু পদক্ষেপ করেছে কমিশন। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়ার জেলাশাসক-সহ ভোটের সঙ্গে যুক্ত আধিকারিকদের নিয়ে বৈঠক করেছে তারা। তার পরেই অন্য জেলা প্রশাসনের কর্তারা প্রশ্ন তুলছিলেন, তাঁদের ভোট-প্রস্তুতির কী হবে? কমিশনই বা কী নির্দেশ দেবে? কমিশনের তৎপরতার ঘাটতি নিয়েও অনেক জেলা প্রশাসনের কর্তারা প্রশ্ন তুলছিলেন। ৪ মার্চ জেলাশাসকদের বৈঠক ডেকেছে কমিশন। এ দিন সে-কথা রাজ্যপালকে জানান রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস।
পুরভোটে প্রযুক্তির ব্যবহার বাড়াতে চলেছে কমিশন। অনলাইনে অভিযোগ জানাতে পারবেন মানুষ। কমিশনের সাইটে অভিযোগ জানানোর জন্য একটি আলাদা পেজ় থাকবে। প্রয়োজনে ছবিও ব্যবহার করতে পারবেন অভিযোগকারীরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy