বিবৃতি দিয়ে নিজেদের মতামত দিয়েছে বার কাউন্সিল গ্রাফিক: সন্দীপন রুইদাস।
নারদ মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নাম যুক্ত করার আবেদন জানিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এই ঘটনার নিন্দা করল পশ্চিমবঙ্গ বার কাউন্সিল।
বুধবার বার কাউন্সিলের তরফে একটি বিবৃতি দিয়ে বলা হয়েছে, ‘মমতা, মলয় ও কল্যাণ তিনজনই বার কাউন্সিলের নথিভুক্ত আইনজীবী। যে ভাবে সিবিআই নারদ মামলায় তাঁদের নাম জড়ানোর চেষ্টা করছে এবং তার ফলে তাঁদের হেনস্থা হতে হচ্ছে তা আইনজীবীদের সম্মানহানির শামিল। এই ঘটনার নিন্দা জানাচ্ছে কাউন্সিল।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘রাতের অন্ধকারে যে ভাবে বিরোধীদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একতরফা ভাবে রায় দেওয়া হয়েছে তা আইন ব্যবস্থাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। সেই সঙ্গে নিম্ন আদালতের জামিনের নির্দেশের পরেও যে ভাবে ৪ ঘণ্টার বেশি সময় ধরে ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়কে আটকে রাখা হয়েছিল তারও নিন্দা করেছে বার কাউন্সিল।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy