Advertisement
২৪ নভেম্বর ২০২৪
Weather Forecast

Kolkata Weather: কলকাতার তাপমাত্রা আরও কমে ১৩.৫ ডিগ্রি, সান্দাকফুতে তুষারপাতের পূর্বাভাস

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার কলকাতা-সহ জেলাগুলিতে আকাশ থাকবে পরিষ্কার। উঠবে রোদ। বৃষ্টির সম্ভাবনা নেই।

ফাইল ছবি।

ফাইল ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২১ ০৭:৪৫
Share: Save:

কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পারদপতন অব্যাহত। এ সপ্তাহের শুরু থেকেই আকাশ থাকছে পরিষ্কার, বাধাহীনভাবে বইছে উত্তুরে হাওয়া। এর প্রভাবে লম্বা ইনিংসের প্রস্তুতি নিচ্ছে শীত। শুক্রবারের তুলনায় মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা শনিবার আর একটু কমেছে। শুক্রবারই ছিল এ মরসুমের শীতলতম দিন। কিন্তু শনিবার তাপমাত্রা আরও কমায়, তা হল এ মরসুমের এখনও পর্যন্ত শীতলতম।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার কলকাতা-সহ জেলাগুলিতে আকাশ থাকবে পরিষ্কার। উঠবে রোদ। বৃষ্টির সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। তবে সর্বনিম্ন তাপমাত্রা কমলেও সর্বোচ্চ তাপমাত্রা শুক্রের তুলনায় বেশিই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।

উত্তরবঙ্গের জেলাগুলিতেও পাল্লা দিয়ে নামছে পারদ। শুক্র এবং শনিবার সান্দাকফুতে তুষারপাতের পূর্বাভাস মিলেছে।

এ বছরে সময়মতো শীতের ইনিংস শুরু হলেও বঙ্গোপসাগের ঘনীভূত হওয়া নিম্নচাপের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বেড়েছিল জলীয় বাষ্পের উপস্থিতি। যার জেরে ধাক্কা খেয়েছিল শীতের ‘ব্যাটিং’। এ সপ্তাহের শুরু থেকে জমিয়ে ‘ব্যাটিং’ করছে শীত। সেই শীতের আমেজ গায়ে মেখেই কলকাতাবাসী ভিড় জমাতে পারেন ভোট দিতে।

অন্য বিষয়গুলি:

Weather Forecast Winter
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy