গ্রাফিক।
ভোট পরবর্তী হিংসা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপাল জগদীপ ধনখড়ের চিঠির জবাব দিল রাজ্য স্বরাষ্ট্র দফতর। পাঁচটি ধারাবাহিক টুইটে রাজ্যপালের অভিযোগ খণ্ডন করা হয়েছে। সরকারের দাবি, ‘রাজ্যপাল মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে এমন অভিযোগ করেছেন, যার সঙ্গে সত্যের কোনও সম্পর্কই নেই। সেই চিঠি তিনি হঠাৎ প্রকাশ্যেও এনেছেন। রাজ্যপালের এমন আচরণে পশ্চিমবঙ্গ সরকার হতাশ এবং শঙ্কিত।’
মঙ্গলবার দিল্লি যাওয়ার আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে ভোট পরবর্তী হিংসা নিয়ে আলোচনার জন্য রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকার ‘পরামর্শ দিয়েছিলেন রাজ্যপাল। দিল্লি গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে রাজ্যপালের বৈঠক করার কথা। তার আগে ওই চিঠি ঘিরে ফের তৈরি হয় রাজনৈতিক বিতর্ক।
The unusual step of going public in this manner abruptly and unilaterally has shocked the Government of West Bengal all the more because the contents are fabricated.(3/5)
— HOME DEPARTMENT - GOVT. OF WEST BENGAL (@HomeBengal) June 15, 2021
রাজ্যপাল টুইট করে মুখ্যমন্ত্রীকে চিঠি এবং তার বিষয়বস্তুর কথা জানিয়েছিলেন। জবাবে রাজ্য স্বরাষ্ট্র দফত লিখেছে, ‘যোগাযোগের প্রথাগত ধারা লঙ্ঘন করেছেন রাজ্যপাল। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠি একই টুইটারে প্রকাশ করা হয়েছে। যা এ ধরনের যোগাযোগের নীতির পরিপন্থী।’
‘রাজ্যপালের তরফে আচমকা এমন একতরফা মিথ্যা অভিযোগে রাজ্য সরকার হতবাক’ বলেও দাবি করা হয়েছে টুইটে।
While the post-poll violence in the State was somewhat unabated when the Election Commission of India was in charge of the law and order machinery, after the swearing in, the State Cabinet has reigned in the situation, restored normalcy,..( 4/5)
— HOME DEPARTMENT - GOVT. OF WEST BENGAL (@HomeBengal) June 15, 2021
পাশাপাশি বলা হয়েছে, ‘নির্বাচন কমিশনের হাতে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব থাকাকালীন ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত কিছু সমস্যা তৈরি হয়েছিল। কিন্তু নতুন সরকারের শপথের পরে স্বাভাবিক পরিস্থিতি ফিরেছে।’ সরকারের তরফে আইনশৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে পদক্ষেপের জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে বলেও দাবি করা হয়েছে স্বরাষ্ট্র দফতরের টুইটে।
... and established full command over anti-law elements.State police has been firmly directed to bring to book all anti-socials and the Government remains committed to maintain the basic fabric of society and to uphold law and order.( 5/5)
— HOME DEPARTMENT - GOVT. OF WEST BENGAL (@HomeBengal) June 15, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy