Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
silicosis

সিলিকোসিস আক্রান্তেরা অতিরিক্ত কী কী সুবিধা পাবেন, সিদ্ধান্ত নিতে বৈঠকে স্বাস্থ্য দফতর

খাদান, কাচ, পাথর, নির্মাণ, সুড়ঙ্গে কাজ করা শ্রমিকদের মধ্যে এই রোগ বেশি হয়। সিলিকোসিস রোগে আক্রান্ত মানুষের ফুসফুস সংক্রমিত হয়। এই রোগের নির্দিষ্ট কোনও চিকিৎসা পদ্ধতি নেই।

WB health department is meeting to decide what additional benefits silicosis sufferers

—প্রতীকী চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুন ২০২৪ ১৪:৫৯
Share: Save:

কলকাতা হাই কোর্টের নির্দেশের পরে অবশেষে সিলিকোসিস আক্রান্ত রোগীদের ক্ষতিপূরণ-সহ নানা সুযোগ-সুবিধা নিয়ে বৈঠকে বসছে রাজ্যের স্বাস্থ্য দফতর। আগামী বুধবার স্বাস্থ্য ভবনে ওই বিষয়ে তারা বৈঠক করতে চলেছে। সূত্রের খবর, হাই কোর্টের নির্দেশ অনুযায়ী ওই সব রোগীদের ক্ষতিপূরণ ও অন্যান্য সুযোগ বাড়ানো যায় কি না তা নিয়ে বৈঠকে আলোচনা হবে। ওই বৈঠকে মামলাকারীদের আইনজীবীর পাশাপাশি উপস্থিত থাকতে বলা হয়েছে শ্রম দফতরের আধিকারিকদেরও।

সিলিকোসিসে আক্রান্তদের প্রাপ্য সুযোগ-সুবিধার দাবিতে হাই কোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের হয়। গত মাসে উচ্চ আদালত বিষয়টি নিয়ে স্বাস্থ্য দফতরকে বৈঠকে বসার নির্দেশ দেয়। হাই কোর্ট জানায়, সিলিকোসিস রোগীদের চিহ্নিত করে প্রয়োজনীয় সুবিধা দিতে হবে রাজ্যকে। তাঁদের চিকিৎসা নিয়ে গত বছর ৪ জানুয়ারি শ্রম দফতরের যে নির্দেশিকা রয়েছে তা কার্যকর করতে হবে। সম্প্রতি ওই নির্দেশ মোতাবেক বৈঠক করার কথা জানায় স্বাস্থ্য দফতর। তারা জানিয়েছে, ওই রোগে আক্রান্ত ব্যক্তি এবং তাঁকে সাহায্যকারী ব্যক্তির বিনামূল্যে বাসযাত্রা করা নিয়ে নীতি তৈরির সিদ্ধান্ত নেওয়া হবে ওই বৈঠকে। তাঁদের উত্তরাধিকারীদের ক্ষতিপূরণ বৃদ্ধি করা নিয়েও আলোচনা হবে সেখানে। এ ছাড়া ওই সব রোগীর চিকিৎসা, পুনর্বাসন সংক্রান্ত বিভিন্ন বিষয়েও আলোচনা হওয়ার কথা।

খাদান, কাচ, পাথর, নির্মাণ, সুড়ঙ্গে কাজ করা শ্রমিকদের মধ্যে এই রোগ বেশি হয়। সিলিকোসিস রোগে আক্রান্ত মানুষের ফুসফুস সংক্রমিত হয়। এই রোগের নির্দিষ্ট কোনও চিকিৎসা পদ্ধতি নেই। একটি জনস্বার্থ মামলার সঙ্গে যুক্ত আইনজীবী শামিম আহমেদ বলেন, ‘‘এই রোগে আক্রান্ত বেশির ভাগ রোগীর মৃত্যু হয়। তাঁদের চিকিৎসা চালিয়ে নিয়ে যাওয়া পরিবারগুলির পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তাই যাতে ক্ষতিপূরণ-সহ বাকি সুবিধা সময়ে পাওয়া যায় সেই দাবিতে মামলা দায়ের করা হয়। সরকার যে সব সুবিধা দেয় সেগুলি যথেষ্ট নয়। আদালতের কাছে তা আরও বাড়ানোর জন্য আবেদন করা হয়।’’ আগামী ২৭ জুন ওই সংক্রান্ত মামলাগুলির পরবর্তী শুনানি রয়েছে। ওই বৈঠক থেকে কী উঠে এল, সে দিন আদালতকে তা জানাতে হবে।

অন্য বিষয়গুলি:

Silicosis WB Health Department Calcutta High Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy