সাংবাদিক বৈঠকে রাজ্যপাল।
জেপি নড্ডার কনভয়ে হামলা নিয়ে কেন্দ্রকে রিপোর্ট দিয়েছেন আগেই। এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কড়া হুঁশিয়ারি দিতে শোনা গেল রাজ্যপাল জগদীপ ধনখড়কে। মুখ্যমন্ত্রীর উদ্দেশে তাঁর বার্তা, ‘‘দয়া করে আগুন নিয়ে খেলবেন না।’’ মুখ্যমন্ত্রী নিজের সাংবিধানিক কর্তব্য থেকে সরলে তাঁর দায়িত্ব শুরু হবে বলেও হুঁশিয়ারি দেন ধনখড়।
ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতির কনভয়ে হামলার পর গতকালই রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবং ডিজিপি বীরেন্দ্রকে রাজভবনে ডেকে পাঠান রাজ্যপাল। তাঁদের কাছ থেকে এ ব্যাপারে রিপোর্ট না পেয়ে শুক্রবার সকালে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। সেখানেই কড়া ভাষায় রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি।
এ দিন রাজ্যপাল বলেন—
• দুর্নীতি এবং পক্ষপাতমূলক আচরণকে প্রশ্রয় দেওয়া হচ্ছে।
• ১২ লক্ষ কোটির বিনিয়োগ কোথায়? মাটির নীচে না উপরে, সমুদ্রের গভীরে নাকি আকাশে? কোথায় বিনিয়োগ? কে বিনিয়োগ করছে? ১০ বছরের কৃতিত্ব দাবি করছেন। আমার চিঠির জবাবটা আগে দিন।
• বহু চিঠি দিয়েছি মুখ্যমন্ত্রীকে। কিন্তু একটারও জবাব আসেনি।
• এই গোপন তথ্য মুখ্যমন্ত্রীকে দেব। রাজ্যের উপদেষ্টার কাজটা কী? অবসরের পরেও কেন সুবিধা দেওয়া হচ্ছে তাঁকে? এডিজি আইনশৃঙ্খলা নিজেই মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত।
• কয়েক জন আমলা সরকারি কর্মী না হয়ে রাজনেতিক কর্মী হচ্ছেন
• ডায়মন্ড হারবারের সাংসদের আচরণ সংবিধানের পক্ষে অবমাননাকর।
• রাজ্যে চারিদিকে দুর্নীতি। বিরোধীরা প্রতিবাদের জায়গাই পাচ্ছে না। নৃশংস ভাবে বিরোধীদের কার্যকলাপ দমন করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রককে রিপোর্ট পাঠিয়ে জানিয়েছি। এমন ঘটনা আর বরদাস্ত করা হবে না।
• এক জন দায়িত্বশীল মুখ্যমন্ত্রী কী করে এমন ভাষা প্রয়োগ করেন! ক্ষমা চাইলে ওঁরই সম্মান বাড়বে।
• দেশের নাগরিকদেরই বহিরাগত বলছেন মুখ্যমন্ত্রী!
• যা ঘটল তা গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক। ডায়মন্ড হারবারের মতো ঘটনা যেন আর না ঘটে।
• ভারত এক দেশ, সব নাগরিক সমান।
• আপনি সংবিধান থেকে সরলে আমার দায়িত্ব শুরু হবে।
• মুখ্যসচিব-ডিজিপিকে বলেছি, এমন ঘটনা ঠিক নয়।
• মানবাধিকার দিবসে কী হল রাজ্যে!
• ডায়মন্ড হারবারের ঘটনা সংবিধানের পক্ষে অবমাননাকর।
• আমি মুখ্যমন্ত্রীকে সতর্ক করেছি, তা সত্ত্বেও রাজ্যে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে।
• দয়া করে আগুন নিয়ে খেলবেন না।
• আমি সাংবিধানিক দায়িত্ব পালনের শপথ নিয়েছি। মুখ্যমন্ত্রীরও সাংবিধানিক কর্তব্য রয়েছে। ওঁকে সংবিধান মেনে চলতেই হবে।
(এই খবরটি সবেমাত্র দেওয়া হয়েছে। বিস্তারিত খবরটি কিছু ক্ষণের মধ্যেই আসছে। অপেক্ষা করুন।
পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।
অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্য সম্পর্কে সচেতন। সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।)
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy