জোটশক্তি: ভারত-মার্কিন যৌথ বিমান মহড়া। পানাগড়ে। ছবি বায়ুসেনার সৌজন্যে।
পানাগড়ের আকাশে এখন জো়ড়া ‘হারকিউলিস’-এর দাপট!
বায়ুসেনা জানায়, ভারত-মার্কিন যৌথ বিমান মহড়া চলছে। তারই অঙ্গ হিসেবে পানাগড়ের সেনা ছাউনিতে সি-১৩০ সুপার হারকিউলিস বিমান নিয়ে মহড়া দিচ্ছে দু’দেশের সেনা। ওই বিশাল বিমান থেকে প্যারাশুটে নির্দিষ্ট লক্ষ্যে অবতরণের অনুশীলনও করছে দু’দেশের ‘স্পেশ্যাল ফোর্স’। এই বিশাল কর্মকাণ্ড আপাত দৃষ্টিতে মহড়াই। তবে এতে অন্য ইঙ্গিতও দেখছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞেরা।
সেনা সূত্রের মতে, অল্প সময়ে ফৌজিদের যুদ্ধক্ষেত্রে পৌঁছে দিতে সি-১৩০ সুপার হারকিউলিসের তুলনা নেই। সেটা মাথায় রেখেই পানাগড়ে এই বিমানের ঘাঁটি তৈরি করেছে ভারত। চিনা তৎপরতায় নজর রেখে নতুন যে-‘মাউন্টেন স্ট্রাইক কোর’ তৈরি করা হয়েছে, পানাগড়ের সেনা ছাউনিই তার সদর। শত্রু পক্ষের এলাকায় ঢুকে পাল্টা হামলার জন্য এই স্ট্রাইক কোর গড়া হয়। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, যৌথ মহড়ার উদ্দেশ্য শুধু বিপক্ষকে জোটশক্তি প্রদর্শন নয়, ‘মিত্র’ দেশকে নিজের এলাকার সঙ্গে পরিচিত করানোও। অর্থাৎ চিন যদি ভবিষ্যতে সীমান্ত টপকে হানা দেয়, তা হলে ভারতের জোটশক্তি যে পাল্টা হামলার জন্য প্রস্তুত, সেই বার্তাই দেওয়া হচ্ছে।
বায়ুসেনা জানিয়েছে, রাশিয়ার সঙ্গেও আজ, সোমবার জোধপুরে মহড়া শুরু হচ্ছে। তবে রুশ যুদ্ধবিমান আসছে না। ভারতীয় বিমানবাহিনীতে যে-সব রুশ বিমান রয়েছে, সেগুলি নিয়েই মহড়া হবে এবং সেই বিমান চালাবেন রুশ পাইলটেরা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy