আকাঙ্ক্ষা শর্মাকে খুন করে দেহ লোপাটের মামলায় উদয়ন দাসকে আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল বাঁকুড়া আদালত। আদালত চত্বরে আজ উদয়নকে ঘিরে ব্যাপক ইত্তেজনা তৈরি হয়। এক দল ইটপাটকেলও ছোঁড়ে উদয়নকে লক্ষ্য করে। গত কালই উদয়নকে ভোপাল থেকে বাঁকুড়ায় আনা হয়।
আরও খবর: উদয়নের বাড়ি গিয়েও সাড়া পাননি শিবেন্দ্ররা
উদয়নের বিরুদ্ধে ৩০২ ধারায় জোড়া খুনের মামলা রুজু করেছে রায়পুর পুলিশও। আকাঙ্ক্ষা খুনের ঘটনা জেরা করতে গিয়েই ধরা পড়ে, ২০১০ সালে নিজের মা, বাবাকেও গলা টিপে খুন করে দেহ রায়পুরের বাড়িতে মাটিতে পুঁতে দিয়েছিল সে। মাটি খুঁড়ে দু’জনের কঙ্কালও উদ্ধার করে পুলিশ। তবে রায়পুর পুলিশের ধারণা, উদয়নের সঙ্গে গোটা ষড়যন্ত্রে তার পরিচিত আরও কেউ বা কেউ কেউ জড়িত থাকতে পারে। মাকে খুনের পর তাঁর লাইফ সার্টিফিকেট বের করে পেনশনের টাকা তুলত উদয়ন। পরে বের করে নেয় বাবা-মায়ের ডেথ সার্টিফিকেট। এ কাজে কাদের মদত পেয়েছিল উদয়ন তারও হদিশ করছে পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy