কলকাতা মেট্রোর রক্ষণাবেক্ষণের জন্য কিছু দিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট রুট। আপাতত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ইস্ট-ওয়েস্ট রুটে মেট্রো বন্ধ রাখার কথা জানিয়েছে মেট্রো। এই অবস্থায় রাজ্য পরিবহণ দফতরের অনুরোধে যাত্রীদের সুবিধার জন্য নতুন শাট্ল রুট চালু করল অ্যাপ-নির্ভর বেসরকারি পরিবহণ সংস্থা ‘উবর’। শিয়ালদহ থেকে নিউটাউনের মধ্যে পাওয়া যাবে এই শাট্ল পরিষেবা। বৃহস্পতিবার থেকেই এই পরিষেবা পাওয়া যাবে। চলবে ১৩ মার্চ পর্যন্ত।
রাজ্য সরকারের পরিবহণ দফতরের সঙ্গে ২০২৩ সালের নভেম্বরে একটি মউ (সমঝোতা পত্র) স্বাক্ষরিত হয় উবরের। ওই চুক্তি অনুসারে, প্রথম ভারতীয় শহর হিসাবে কলকাতায় শাট্ল পরিষেবা চালু করে ওই সংস্থা। সম্প্রতি রক্ষণাবেক্ষণের কাজের জন্য ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা সাময়িক ভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি নগরী সল্টলেক সেক্টর ফাইভে যাতায়াতের জন্য অনেকেই ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবাই ব্যবহার করেন। তাঁদের যাতে সমস্যা না হয়, সে জন্য রাজ্য পরিবহণ দফতর একটি অতিরিক্ত শাট্ল রুট চালু করার জন্য অনুরোধ করে উবরকে। সেই মতো বৃহস্পতিবার থেকে চালু হচ্ছে নতুন শাট্ল রুট।
নতুন রুটে প্রতিদিন সকাল সাড়ে ৭টা থেকে ১১টা পর্যন্ত এবং বিকেল ৪টে থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত শাট্ল পরিষেবা পাওয়া যাবে। প্রতি ১৫ মিনিট অন্তর চলবে বাস। যাত্রীরা ওই সংস্থার অ্যাপের মাধ্যমে অগ্রিম আসন বুক করতে পারবেন। ফলে শাট্ল বাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গন্তব্য যাওয়ার ঝঞ্ঝাট এড়াতে পারবেন যাত্রীরা। শীতাতপ নিয়ন্ত্রিত এই বাসগুলিতে লাইভ ট্র্যাকিং-সহ সংস্থার অন্য সুযোগ সুবিধা পাওয়া যাবে।
এ বিষয়ে ভারতে উবর শাট্ল-এর প্রধান অমিত দেশপাণ্ডে বলেন, “কলকাতায় উবর শাট্ল চালু করার পর থেকে যাত্রীদের কাছ থেকে ব্যাপক ভাবে ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছে।” এর জন্য রাজ্যের পরিবহণ দফতরকেও ধন্যবাদ জানিয়েছেন তিনি। দেশপাণ্ডে জানান, মেট্রো বন্ধ থাকাকালীন যাত্রীদের কাছে বিকল্প ব্যবস্থা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে সংস্থা। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, “পরিবহণের বিকল্পগুলিকে বৃদ্ধি করা এবং যাত্রীদের দৈনন্দিন যাতায়াত নির্ঝঞ্ঝাট করাকে অগ্রাধিকার দেয় রাজ্য সরকার।” নতুন উবর শাট্ল রুট যাত্রীদের একটি নিরাপদ, সুবিধাজনক বিকল্প হয়ে উঠবে বলে মনে করছেন তিনি।
বস্তুত এই শাট্ল পরিষেবার বাসগুলিতে ২৪-৪৩ জন যাত্রী বসতে পারেন। এই নতুন রুটটি ছাড়াও কলকাতা সংলগ্ন কিছু এলাকা যেমন বারাসত, ব্যারাকপুর এবং সোনারপুরেও পাওয়া যায় সংস্থার শাট্ল বাস পরিষেবা।