আরজি করে ধর্ষণ এবং খুনের মামলায় সিবিআইয়ের তলবে সিজিও কমপ্লেক্সে শুক্রবার হাজিরা দিলেন হাসপাতালের আরও দুই কর্মী। গত বছরের ৮ এবং ৯ অগস্টে ঠিক কী হয়েছিল, মূলত সেই সম্পর্কিত তথ্য জানতেই এই দুই কর্মীকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর।
এই ঘটনার সময় জরুরি বিভাগে কর্মরত চার নার্সকে আগেই তলব করেছিল সিবিআই। বৃহস্পতিবার ওই চার নার্স সিবিআই দফতরে হাজিরা দেন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, ওই চার জনকে বেশ কিছু ক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করা হয়।
সিবিআই সূত্রে জানা গিয়েছে, ধর্ষণ-খুনের ঘটনার দিন আরজি করের জরুরি বিভাগে কর্মরত ছিলেন, এমন বেশ কয়েক জন নার্সকে তলব করা হয়েছে। বৃহস্পতিবারে চার নার্সের হাজিরার পর শুক্রবার হাসপাতালের দুই কর্মী হাজিরা দিতে এলেন।
প্রসঙ্গত, গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে কর্তব্যরত অবস্থায় মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়। সেই ঘটনার প্রতিবাদে দীর্ঘ দিন অনশন এবং কর্মবিরতি চালিয়ে গিয়েছিলেন জুনিয়র ডাক্তারেরা। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। তবে নির্যাতিতার পরিবারের অভিযোগ, ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত। তাঁদের শাস্তির দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ডাক দিয়েছে তারা।