Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪

ট্রেনের ধাক্কায় মৃত্যু ট্রাক্টর চালকের, দুর্ঘটনা কী ভাবে, কাটছে না ধন্দ

রেল দফতরের দাবি, ওই ঘটনার পরেই লালগোলা-শিয়ালদহ রুটে প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল।

দুর্ঘটনার-পরে: শনিবার রেজিনগরের ওমরপুর রেলগেটের কাছে। ছবি: সঞ্জীব প্রামাণিক

দুর্ঘটনার-পরে: শনিবার রেজিনগরের ওমরপুর রেলগেটের কাছে। ছবি: সঞ্জীব প্রামাণিক

নিজস্ব সংবাদদাতা
রেজিনগর শেষ আপডেট: ০৯ জুন ২০১৯ ০১:৩৯
Share: Save:

ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে এক ট্রাক্টর চালকের। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের লালগোলা-শিয়ালদহ শাখার রেজিনগর স্টেশনে ঢোকার আগে ওমরপুর ১০৬ নম্বর রেলগেটের কাছে। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, ট্রাক্টর চালকের নাম জামিরুল শেখ (২৬)। বাড়ি রেজিনগর থানার রমনা দাদপুর গ্রামে। ওই ঘটনায় জামিরুল-সহ তিন জন জখম হন। তাঁদের উদ্ধার করে বেলডাঙা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক জামিরুলকে মৃত বলে ঘোষণা করেন। বাকি দু’জনের মধ্যে মহিবুর শেখকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয় এবং আব্দুল গফ্ফরকে আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানেই তিনি চিকিৎসাধীন।

রেল দফতরের দাবি, ওই ঘটনার পরেই লালগোলা-শিয়ালদহ রুটে প্রায় তিন ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। ওই রুটে এক্সপ্রেস-সহ বেশ কয়েক জোড়া আপ ও ডাউন প্যাসেঞ্জার ট্রেন এক দিকে রেজিনগর-পলাশির দিকে এবং বেলডাঙা-বহরমপুর স্টেশনে দাঁড়িয়ে ছিল।

ঘটনার খবর পেয়ে শিয়ালদহ থেকে রেলের উচ্চপদস্থ কর্তারা তদন্তে ঘটনাস্থলে পৌঁছন। রেল দফতর সূত্রে জানা গিয়েছে, ওই ঘটনায় রেলওয়ে সেফটি কমিশনারেট তদন্ত করতে পারে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক নিখিল চক্রবর্তী বলছেন, ‘‘উচ্চপর্যায়ের তদন্ত চলছে। ওই ঘটনায় কারও গাফিলতি প্রমাণিত হলে উপযুক্ত পদক্ষেপ করা হবে।’’

স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই ঘটনার চার মিনিট আগে এক নম্বর রেল লাইন দিয়ে একটি ফাঁকা ইঞ্জিন যায়। তখন রেলগেট বন্ধ ছিল। তবে দুর্ঘটনা কী ভাবে ঘটল সে ব্যাপারে শনিবার রাত পর্যন্ত রেল দফতরের তরফেও কোনও স্পষ্ট ব্যাখ্যা মেলেনি।

প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ট্রাক্টর চালক ও তাঁর সঙ্গী গেট খোলার জন্য অনুরোধ করেন গেটম্যান রামবদন মাহাতোকে। অভিযোগ, গেটম্যানকে মারধরেরও হুমকি দেন তাঁরা। তখন রামবদন মাহাতো কিছু সময়ের জন্য রেলগেট খুলে দেন বলেও দাবি প্রত্যক্ষদর্শীদের। কিন্তু ট্রাক্টর পেরিয়ে যাওয়ার আগেই ট্রেন কাছে চলে আসে। তখন গেটম্যান দ্রুত রেলগেট নামানোর চেষ্টা করেন। ততক্ষণে ট্রেন ধাক্কা মারলে ঘটনাস্থলেই মারা যান ট্রাক্টর চালক।

বহরমপুর জিআরপি ওসি শুভেন্দু ভট্টাচার্য বলছেন, ‘‘বহরমপুরগামী ফাঁকা ইঞ্জিন ও শিয়ালদহগামী লালগোলা প্যাসেঞ্জার ট্রেন যাওয়ার মধ্যে সময়ের ব্যবধান বেশি ছিল না। এখন কী ভাবে রেলগেট দিয়ে একটা ট্রাক্টর ও মোটরবাইক রেললাইনের উপরে চলে গেল, সে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’’

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদেরYouTube Channel - এ।

অন্য বিষয়গুলি:

Acciedent death
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy