Advertisement
২০ সেপ্টেম্বর ২০২৪
News Of The Day

আরজি কর মামলার শুনানি কবে, কিছু কি বলবে শীর্ষ আদালত। কোন পথে প্রতিবাদ। আর কী কী নজরে

বুধবার শীর্ষ আদালতের তরফে জানানো হয়, আজ প্রধান বিচারপতির এজলাস না-বসার কারণে ওই মামলার শুনানি হচ্ছে না। তবে কবে পরবর্তী শুনানি হবে, তা আজ জানানো হবে বলে আদালত সূত্রে খবর।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৪ ০৭:০৩
Share: Save:

আজ আরজি কর মামলার শুনানি হচ্ছে না সুপ্রিম কোর্টে। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। বুধবার শীর্ষ আদালতের তরফে জানানো হয়, আজ প্রধান বিচারপতির এজলাস না-বসার কারণে ওই মামলার শুনানি হচ্ছে না। তবে কবে পরবর্তী শুনানি হবে, তা আজ জানানো হবে বলে আদালত সূত্রে খবর।

সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি কবে, কিছু কি জানাবে শীর্ষ আদালত

সুপ্রিম কোর্টে আজ আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল বেলা ১১টা নাগাদ। গত শুনানিতে এই মামলায় তদন্তের প্রাথমিক রিপোর্ট শীর্ষ আদালতে জমা দিয়েছিল সিবিআই। আজ আবার তাদের তদন্তের অগ্রগতির রিপোর্ট দেওয়ার কথা ছিল। আরজি কর মামলায় যুক্ত হতে চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার অসহযোগিতা করছে বলে তাদের অভিযোগ। অন্য দিকে, এই মামলায় সুপ্রিম কোর্টের শুনানিতে অংশ নেওয়ার কথা বিভিন্ন চিকিৎসক সংগঠনের। ওই ঘটনার প্রতিবাদে কর্মবিরতির জেরে কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করেছেন কি না, তা-ও দেখবে সর্বোচ্চ আদালত। সব মিলিয়ে আরজি করের স্বতঃপ্রণোদিত মামলার শুনানি কবে হবে, আজ সুপ্রিম কোর্ট কী জানায়, সে দিকে নজর থাকবে।

আরজি কর-কাণ্ড: তদন্ত ও আন্দোলনের গতিপ্রকৃতি

আরজি কর-কাণ্ডের প্রতিবাদ চলছে বাংলায়। বিক্ষোভ, মিছিল, অবস্থান, প্রতিবাদ কর্মসূচিতে বুধবারও পথে নেমেছেন অনেকে। আজও বিভিন্ন কর্মসূচি রয়েছে কলকাতা থেকে বিভিন্ন জেলায়। চিকিৎসকদের পাশাপাশি সাধারণ মানুষও পথে নামছেন। আরজি কর মেডিক্যাল কলেজে চলছে জুনিয়র ডাক্তারদের অবস্থান। আন্দোলনের গতিপ্রকৃতি আজ নজরে থাকবে। অন্য দিকে, আজ সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে আরজি কর মামলার শুনানির কথা ছিল। সুপ্রিম কোর্টে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে সিবিআইয়ের রিপোর্ট দেওয়ার কথা থাকলেও তা আপাতত পিছিয়ে গেল। তবে তদন্তকারীরা এই মামলা নিয়ে কিছু বলেন কি না, সেই খবরে নজর থাকবে।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

বাম ছাত্র-যুবদের ধর্না ও অবস্থানের তৃতীয় দিন

শ্যামবাজার পাঁচমাথার মোড়ের অদূরে ভূপেন্দ্র বোস অ্যাভিনিউয়ে সিপিএমের ছাত্র-যুব-মহিলাদের ধর্না-অবস্থান তৃতীয় দিনে পড়বে আজ। বুধবারই সিপিএমের যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় বলেছিলেন, ‘‘সিবিআইয়ের উপর চাপ বৃদ্ধি করতে সিজিও কমপ্লেক্স অভিযানের পরিকল্পনা নেওয়া হচ্ছে।’’ সুপ্রিম কোর্টের শুনানি না-হওয়ার ফলে আজ এ ব্যাপারে কোনও কর্মসূচি ঘোষণা করেন কি না মিনাক্ষীরা, সেই খবরে নজর থাকবে।

সিঙ্গাপুরে ছ’বছর পর মোদী, সমঝোতা স্বাক্ষরের সম্ভাবনা

দু’দিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন সিঙ্গাপুরে। সে দেশের নতুন প্রধানমন্ত্রী লরেন্স উংয়ের আমন্ত্রণে ছ’বছর পর সে দেশে গেলেন মোদী। সিঙ্গাপুরের সঙ্গে ভারতের বেশ কিছু কৌশলগত সমঝোতা রয়েছে। সেই বোঝাপড়াকে আরও অর্থবহ করে তুলতে আজ সেখানে দু’দেশের মধ্যে কয়েকটি সমঝোতাপত্র সই হওয়ার কথা। আমাদের নজর থাকবে সেই খবরের দিকে।

দক্ষিণে বৃষ্টি নেই, উত্তরে কি ভারী বৃষ্টি, আবহাওয়া কেমন

নিম্নচাপের প্রভাব কেটে যাওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমেছে। বিক্ষিপ্ত ভাবে কখনও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও ভারী বৃষ্টি হচ্ছে না। তবে উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। রাজ্যে আবহাওয়া কেমন থাকে, সে দিকে নজর থাকবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE