অনুব্রত মণ্ডল ও পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পরেও নিজের অবস্থানে অনড় অভিষেক। গ্রাফিক্স - সনৎ সিংহ
কারও ভুলের ‘দায়’ দল নেবে না। পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলের নাম করে প্রকাশ্য সভায় এমনই বললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার জলপাইগুড়ির মালবাজারে আইএনটিটিইউসির চা বাগানের কর্মিসভায় ভাষণ দিতে গিয়ে অভিষেক বলেন, ‘‘এই যে ব্লক কমিটি, টাউন কমিটি বেরিয়েছে, আপনারা দেখেছেন কাদের সভাপতি করা হয়েছে। আগামী দিনে পঞ্চায়েত ভোট হবে। শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হবে। আমরা আমাদের কথা নিয়ে মানুষের কাছে যাব। বিরোধীরা তাদের কথা নিয়েমানুষের কাছে যাবে। মানুষ এক পক্ষকে গ্রহণ করবেন, এক পক্ষকে বর্জন করবেন। কিন্তু সারা বছর যদি কেউ মানুষের পাশে থাকেন, মানুষ তাঁর সঙ্গে বেইমানি করেন না। এটা আমার দৃঢ় বিশ্বাস।’’
এরপরেই অভিষেক বলেন, ‘‘নিশ্চিতভাবে দু’একজন, তিনজন, চারজনের চলার পথেভুল থাকতে পারে। কিন্তু দল এতবড় একটা সংগঠন। কিছু ভুলত্রুটি থাকতেই পারে। ভুলের পর দল তা সংশোধন করছে কিনা, তা দেখতে হবে।আমি যখন ১২ জুলাই এসেছিলাম, তখন তো পার্থ চট্টোপাধ্যায়-অনুব্রত মণ্ডলকে ইডি, সিবিআই গ্রেফতার করেনি। তা-ও আমি তখন নতুন তৃণমূলের কথা বলেছিলাম। তখন এই ঘটনাগুলো ঘটেনি।’’
ডায়মন্ডহারবারের সাংসদ আরও বলেন, ‘‘যদি কেউ কোনওরকম ভুল করেন,ব্যক্তিস্বার্থে দলকে ব্যবহার করেন, তা হলে দল তাঁর পাশে দাঁড়াবে না। আমি অত্যন্ত স্পষ্ট করে বলে যাচ্ছি। রাজ্য নেতা থেকে বুথ নেতা সবাই জেনে রাখুন। যদি কেউ কোনওরকম ভাবে দলকে ভাঙিয়ে মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে ঠকিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করতে রাজনীতি করেন,দল তাঁর পাশে দাঁড়াবে না।’’
পাশাপাশি, বিজেপিকে কটাক্ষ করে অভিষেকের বক্তব্য, ‘‘কিন্তু যে দু’নম্বরীগুলো, ইডি-সিবিআইয়ের ভয়ে বিজেপিতে গিয়ে যোগদান করেছে, তাদের বিরুদ্ধে বিজেপি কী ব্যবস্থা নিয়েছে। তৃণমূল তো ব্যবস্থা নিয়েছে! করে দেখিয়েছে! বুকের পাটা লাগে এর জন্য। করেছো তোমরা?’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy