Advertisement
৩০ অক্টোবর ২০২৪
Kunal Ghosh

ভোটের মুখে সারদা মামলায় দ্বিতীয়বার ইডি-র জেরা তৃণমূল নেতা কুণাল ঘোষকে

এর আগে ২ মার্চ তাঁকে তলব করা করেছিল ইডি। ওই দিন সারদা মামলা সংক্রান্ত বেশ কিছু নথি তিনি ইডি অফিসারদের কাছে জমা দিয়েছিলেন কুণাল।

ভোটের মুখে তৃণমূলের মুখপাত্র কুণালকে বারবার তলব করায় এর নেপথ্যে ‘রাজনৈতিক অভিসন্ধি’ রয়েছে বলে মনে করছেন দলের একাংশ।

ভোটের মুখে তৃণমূলের মুখপাত্র কুণালকে বারবার তলব করায় এর নেপথ্যে ‘রাজনৈতিক অভিসন্ধি’ রয়েছে বলে মনে করছেন দলের একাংশ। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ মার্চ ২০২১ ১১:৩৮
Share: Save:

তৃণমূল নেতা কুণাল ঘোষকে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সোমবার সারদা-কাণ্ডে কুণালকে জেরা করা হতে পারে বলে ইডি সূত্রে খবর। ইতিমধ্যেই কুণাল নথিপত্র নিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজির হন।

এর আগে ২ মার্চ তাঁকে তলব করা করেছিল ইডি। ওই দিন সারদা মামলা সংক্রান্ত বেশ কিছু নথি তিনি ইডি অফিসারদের কাছে জমা দিয়েছিলেন। তাঁকে জেরাও করা হয়। সোমবার ফের তাঁকে ইডি দফতরে হাজির হতে বলা হয়। কুণালের বয়ান রেকর্ড করা হতে পারে বলেও সূত্রের খবর।

ভোটের মুখে তৃণমূলের মুখপাত্র কুণালকে বারবার তলব করায় এর নেপথ্যে ‘রাজনৈতিক অভিসন্ধি’ রয়েছে বলে মনে করছেন দলের একাংশ। ইডি সূত্রে খবর, সারদা মামলায় আর্থিক তছরুপের বিভিন্ন দিক খতিয়ে দেখে ফের কুণালকে তলব করা হয়েছে।

সারদা গোষ্ঠীর সংবাদমাধ্যম বিভাগ-সহ বিভিন্ন সংস্থার আয়-ব্যয়ের হিসাব খতিয়ে দেখা হচ্ছে নতুন করে। সারদা মামলায় অনেকেই জেরার মুখে পড়েছেন। কুণালও আগে ইডি-র মুখোমুখি হয়েছেন। পরে সিবিআই তাঁকে গ্রেফতারও করে। এখন তিনি জামিনে রয়েছেন। কুণাল বলেন, “সহযোগিতা করছি। ২০১৩ সাল থেকে জেরা করা হচ্ছে আমাকে। আমি কিন্তু ক্লান্ত নই। নথিপত্র দিয়ে এসেছি। আমাকে যতবার ডাকা হবে, আমি যাব।”

অন্য বিষয়গুলি:

TMC Enforcement Directorate Kunal Ghosh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE