অমিত শাহ এবং মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি টুইটার।
বিজেপির নবান্ন অভিযান-পর্বে রবীন্দ্র সরণি এলাকায় কলকাতা পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনায় অভিযুক্ত ব্যক্তির সঙ্গে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের ছবি (আনন্দবাজার অনলাইন যার সত্যতা যাচাই করেনি) প্রকাশ করল তৃণমূল। সেই সঙ্গে মঙ্গলবার কলকাতায় অশান্তি তৈরির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে দায়ী করে খোঁচা দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে।
তৃণমূলের টুইটার হ্যান্ডলে বুধবার ওই ছবি প্রকাশ করে লেখা হয়েছে, ‘নিশীথ প্রামাণিক কি ব্যাখ্যা দেবেন? গতকাল পশ্চিমবঙ্গ বিজেপির কলকাতায় বিশৃঙ্খলা সৃষ্টি এবং পুলিশের গাড়িতে আগুন দিতে দেখা গিয়েছে এক বিজেপি কর্মীকে। একই ব্যক্তিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ফটো তুলতেও দেখা গিয়েছে। অমিত শাহ এ বার কাকে দোষ দেবেন?’’
WOULD @NisithPramanik CARE TO EXPLAIN?
— All India Trinamool Congress (@AITCofficial) September 14, 2022
This @BJP4Bengal "karyakarta" was seen torching police vehicles, creating chaos in Kolkata yesterday. The same man is seen posing for photos with MoS (Ministry of Home Affairs, YA & Sports).@AmitShah, where will you shift blame now? pic.twitter.com/GRhkCfLnjH
প্রসঙ্গত, মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানে অশান্তি-পর্বে মহাত্মা গাঁধী রোডে পুলিশের গাড়িতে আগুন লাগানোর ঘটনা ঘটে। সেখানে বিজেপির পতাকাধারীদেরই গাড়ি ভাঙচুর করে তাতে তেল ঢেলে আগুন লাগাতে দেখা যায়। সেই ঘটনাতে এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। লালবাজার সূত্রে খবর, তিনি বাগুইআটি থানা এলাকার বাসিন্দা। ৪১ বছরের ধৃতের নাম অভিজিৎ রায়। সেই প্রসঙ্গ নিয়েই বুধবার নিশীথের দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল। যদিও তৃণমূলের একটি সূত্র জানাচ্ছে, টুইটারের ছবিতে চিহ্নিত ব্যক্তি দিনহাটার বিজেপি কর্মী। তাঁর নাম জিতেন্দ্র মণ্ডল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy