বাংলায় নতুন শিল্প আসে না— এই অভিযোগে তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব বিজেপি। দলের সাংসদ শমীক ভট্টাচার্য রাজ্যসভায় প্রশ্ন তুলেছিলেন, গত পাঁচ বছরে কত সংস্থা বাংলা ছেড়ে অন্যত্র চলে গিয়েছে? সেই প্রশ্নের জবাবে মঙ্গলবার কর্পোরেট বিষয়ক মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ২০১৯ সাল থেকে এখনও পর্যন্ত বাংলা ছেড়ে বহু সংস্থা অন্য রাজ্যে চলে গিয়েছে। এর পাল্টা হিসেবে আজ থেকে সংসদের ভিতরে-বাইরে সুর চড়াল তৃণমূল। তৈরি করা হয়েছে স্লোগান— ‘বাংলা মানেই ব্যবসা’। পশ্চিমবঙ্গের শাসক দলের নেতৃত্বের বক্তব্য, বিজেপি যত বেশি এই ধরনের অপবাদ দেবে, তত বেশি করে বাংলার মানুষ তাদের শাস্তি দেবেন।
সংসদের ভিতরে শীতকালীন অধিবেশনের বাকি দিনগুলিতে সুযোগ মতো বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সাফল্য তুলে ধরার কৌশল নিয়েছে তৃণমূল। পাশাপাশি, কেন্দ্র কী ভাবে রাজ্যকে আর্থিক ভাবে বঞ্চনা করছে, তা নিয়ে গত কাল থেকেই সরব তৃণমূল সাংসদেরা। দলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব প্রশ্নোত্তর পর্বে উল্লেখ করেছেন, পশ্চিমবঙ্গে গত দশ বছরে নতুন ৫৭ লক্ষ ছোট ও মাঝারি শিল্প গড়া হয়েছে। যাতে ১.৩ কোটি মানুষের কর্মসংস্থান হয়েছে। রাজ্যসভার জিরো আওয়ারে সাকেত গোখলে বলেন, “বাংলার তথ্য ও প্রযুক্তি কেন্দ্রগুলিতে ২.৬ লক্ষ ব্যক্তির চাকরি হয়েছে। বাংলা মানেই ব্যবসা, কারণ ১.৪৫ লক্ষ ব্যবসারত সংস্থা আমাদের রাজ্যে রয়েছে।” ১০০ দিনের কাজে যুক্ত ব্যক্তিরা বকেয়া টাকা পাননি, উল্লেখ করেন সাকেত।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)