রবিবার ফিরহাদের বাড়িতে সিবিআই হানা (বাঁ দিকে)। ধর্নায় অভিষেক বন্দ্যোপাধ্যায় (ডান দিকে)। —নিজস্ব চিত্র।
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজভবনের সামনে ধর্নার পাল্টা হিসাবে সিবিআইকে ব্যবহার করছে বিজেপি। রবিবার রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, বিধায়ক মদন মিত্রদের বাড়িতে সিবিআই হানার ঘটনায় এমনই অভিযোগ করল তৃণমূল। এ নিয়ে তৃণমূলের মুখপাত্র তথা রাজ্য সম্পাদক কুণাল ঘোষের কটাক্ষ, ‘‘বিজেপির উপর চাপ বাড়ছে... তাই নজর ঘোরাতে রাজনৈতিক পরিকল্পনায় আবার নামানো হল এজেন্সিকে।’’ পাশাপাশি, কুণাল বলেন, ‘‘এ ভাবে তৃণমূলকে দমানো যাবে না।’’ অন্য দিকে, বিজেপির প্রতিক্রিয়া, কেন্দ্রীয় সংস্থা তাদের কাজ করছে। এখানে রাজনীতির কোনও ব্যাপার নেই।
রবিবার সকালে মন্ত্রী ফিরহাদের চেতলার বাড়িতে হানা দেয় সিবিআই। তার পর জানা যায়, কামারহাটির বিধায়ক মদনের ভবানীপুরের বাড়িতেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তল্লাশি করতে গিয়েছেন। পুর নিয়োগ ‘দুর্নীতি’ মামলার তদন্তে নেমে এই হানা চলে। তার পর বেলা যত গড়িয়েছে, কাঁচরাপাড়া এবং হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে হানা দেয় সিবিআই। কৃষ্ণনগর পুরসভাতেও সিবিআইয়ের একটি দল গিয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ‘হঠাৎ অতি সক্রিয়তা’র নেপথ্য়ে রাজনৈতিক অভিসন্ধি দেখছে তৃণমূল। তাদের দাবি, অভিষেকের কর্মসূচিতে চাপে পড়ে গিয়েছে বিজেপি।
প্রসঙ্গত, রাজ্যের ‘বকেয়ার’ দাবিতে দিল্লি গিয়েছিলেন অভিষেক। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রীরা তাঁদের সঙ্গে দেখা করেননি। এর পর বৃহস্পতিবার থেকে রাজভবনের সামনে ধর্নার কর্মসূচি নিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূলের দাবি, তারই পাল্টা হিসেবে আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নামানো হল ময়দানে। কুণাল সমাজমাধ্যমে লেখেন, ‘‘অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধর্না হিট। বিজেপির উপর চাপ বাড়ছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে আসতে হয়েছে, তাতেও ফল শূন্য। রাজ্যপাল কোণঠাসা, পালিয়ে বেড়াচ্ছেন।’’ তিনি আরও লেখেন, ‘‘এখন নজর ঘোরাতে রাজনৈতিক পরিকল্পনায় আবার নামানো হল এজেন্সিকে। বিজেপির আত্মরক্ষার অস্ত্র।’’
.@abhishekaitc এর ধর্ণা হিট। বিজেপির উপর চাপ বাড়ছে। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে আসতে হয়েছে, তাতেও ফল শূন্য। রাজ্যপাল কোণঠাসা, পালিয়ে বেড়াচ্ছেন।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 8, 2023
তাই নজর ঘোরাতে রাজনৈতিক পরিকল্পনায় আবার নামানো হল এজেন্সিকে। বিজেপির আত্মরক্ষার অস্ত্র।
এই করে .@AITCofficial কে দমানো যাবে না।
এর মধ্যে নিউ ব্যারাকপুরের প্রাক্তন পুরপ্রধান তৃপ্তি মজুমদারের বাড়িতেও সিবিআই তল্লাশি হয়েছে। সব মিলিয়ে, পুরো বিষয়ের নেপথ্য়ে বিজেপির হাত দেখছে তৃণমূল। যদিও বিজেপি নেতৃত্ব সেই অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন।
এই প্রেক্ষিতে তৃণমূলের তরফে সমাজমাধ্যমে লেখা হয়, ‘‘জনগণের শক্তি ক্ষমতায় থাকা মানুষের চেয়ে শক্তিশালী! আমরা কারও কাছে মাথা নত করব না!’’
“The power of the people is stronger than the people in power!”
— All India Trinamool Congress (@AITCofficial) October 8, 2023
We shall not bow down to anyone! pic.twitter.com/6xxBjrwgQg
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy