রাজ্যে রক্তদাতা পিছু টিফিনের খরচ বাবদ বরাদ্দ ৫০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা হচ্ছে। আগামী ১ এপ্রিল থেকে নতুন নিয়ম চালু হচ্ছে বলে জানান রাজ্য স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন। রক্তদাতা সংগঠনের রাজ্যের নেতা কবি ঘোষ জানান, ৫০ টাকায় কাজ চালাতে সমস্যা হচ্ছিল। তা স্বাস্থ্য বিভাগকে জানানো হয়েছিল। সেই দাবি পূরণ হল।
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)