কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়াও। এর ফলে তাপমাত্রাও বেশ খানিকটা বেড়েছে দক্ষিণবঙ্গে। জোড়া ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার জেরেই আবহাওয়ার এই পরিস্থিতি তৈরি হয়েছে।
রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণের সব জেলায়। কলকাতায় বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। এ ছাড়াও এই গতিতে হাওয়া বইতে পারে হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীরপুর, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং মুর্শিদাবাদে। কিছু জেলায় হাওয়ার বেগ থাকবে আরও বেশি। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং নদিয়ায়। বাকি জেলাগুলিতেও কমবেশি বৃষ্টি হবে।
আরও পড়ুন:
দক্ষিণবঙ্গের বেশির ভাগ জেলাতেই বৃষ্টি হওয়ার কথা রবিবার পর্যন্ত। সোমবার থেকে আবহাওয়া পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে সোমবারও বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে। এ ছাড়া, উত্তরের বাকি জেলাতেও বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। দার্জিলিং এবং কালিম্পঙের পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ২.৭ ডিগ্রি বেশি। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের কোথাও তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। তবে তার পর থেকে আবার দুই থেকে তিন ডিগ্রি পারদ নামতে পারে।