তিন বাংলাদেশি সন্দেহভাজন জঙ্গি তো এখনও অধরাই। লালবাজারের গোয়েন্দাদের নজরে এ বার এ রাজ্যের কয়েক জনও।
পুলিশি সূত্রের খবর, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লা বাংলা টিম (এবিটি)-এর কয়েক জন সমর্থক রয়েছে এ-পার বাংলাতেও। ও-পারের জঙ্গিদের আশ্রয় দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা চিনিয়েছিল তারাই। তাদের নাম বা ছবি প্রকাশ করেনি লালবাজার। গোয়েন্দা সূত্রের খবর, ওই কয়েক জনের খোঁজ চলছে।
গোয়েন্দা সূত্রের খবর, এ রাজ্যে এবিটি-সমর্থকদের হদিস পেলে জঙ্গি ঘাঁটি সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া যাবে। তাই ওই সমর্থকদের খোঁজা হচ্ছে। জঙ্গি-যোগে অভিযুক্ত আরও এক জনের নাগাল মিলেছে। কিন্তু সে ধরা পড়েছে কি না, সেই ব্যাপারে নিশ্চিত করে কিছু বলা হচ্ছে না।
এবিটি-র সদস্য শামসাদ মিয়াঁ ওরফে তনবির, রিয়াজুল ইসলাম ওরফে রিয়াজ ছাড়াও বসিরহাটের বাসিন্দা মনোতোষ দে ওরফে জিয়ারুল গাজিকে সম্প্রতি গ্রেফতার করে লালবাজারের স্পেশ্যাল টাস্ক ফোর্স (এসটিএফ)। তনবিরদের চোরাপথে এ দেশে ঢোকানোর জন্য পরে পাকড়াও করা হয় শাহাদাত হোসেন নামে এক দালালকেও। সেই সূত্র ধরে খোঁজ মিলেছে এবিটি-র অপারেশন স্কোয়া়ডের সদস্য তামিম ওরফে সোপন বিশ্বাস, নয়ন গাজি ও উমর ফারুক ওরফে মাহির। শনিবার মনোতোষের রঘুনাথপুর ও মৈত্রীবাগানের বাড়িতে হানা দেয় এসটিএফ। সেখানে দেশি পিস্তল এবং ৮৭টি কার্তুজ পাওয়া গিয়েছে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy