Advertisement
২৩ নভেম্বর ২০২৪
madhyamik exam

Madhyamik Exam: মাধ্যমিকের ফর্মে নেই সই, মেলেনি মার্কশিট

ফর্মে সই না-করায় আরও বেশ কয়েক জন মাধ্যমিক পরীক্ষার্থীরই মার্কশিট আসেনি বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ অগস্ট ২০২১ ০৭:০৬
Share: Save:

মাধ্যমিক পরীক্ষায় বসার জন্য ফর্ম পূরণের সময় সই করতে ভুলে গিয়েছিল হুগলির মগরার বাঘাটি রামগোপাল ঘোষ উচ্চ বিদ্যালয়ের ছাত্র শুভজিৎ মণ্ডল। অভিযোগ, শুভজিতের এই ভুল চোখে পড়েনি স্কুল-কর্তৃপক্ষরও। এ বার তাই মাধ্যমিকের মার্কশিট পায়নি শুভজিৎ।

ফর্মে সই না-করায় আরও বেশ কয়েক জন মাধ্যমিক পরীক্ষার্থীরই মার্কশিট আসেনি বলে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর। প্রশ্ন উঠছে, পরীক্ষার্থীরা সই করতে ভুলে গেলেও সেই ভুল স্কুল-কর্তৃপক্ষের চোখে পড়বে না কেন? শুভজিতের বাবা দেবকুমার মণ্ডল বলেন, “আমার ছেলের ভুলটা স্বীকার করে নিলেও প্রশ্ন থেকে যায়, এটা স্কুল-কর্তৃপক্ষের নজরে এল না কেন? স্কুল কিন্তু ফর্ম পূরণের টাকা নিয়েছে।”

অন্য এক অভিভাবকের অভিযোগ, একটা ভুলের জন্য তাঁর ছেলে এ বার মাধ্যমিকের মার্কশিট পায়নি। “মধ্যশিক্ষা পর্ষদের তো দোষ নেই। পরীক্ষার্থী ফর্ম পূরণ করতে পারছে কি না, সেটা দেখার দায়িত্ব কি স্কুলের নয়? স্কুল-কর্তৃপক্ষের আরও দায়িত্ববান হওয়া দরকার ছিল,” বলেন ওই অভিভাবক।

রামগোপাল ঘোষ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থপ্রতিম মুখোপাধ্যায় বলেন, “ছেলেটি ফর্মে সই করতে ভুলে গিয়েছে। এ বার যে-হেতু পরীক্ষার অ্যাডমিট কার্ড আগে আসেনি, তাই ভুলটা আগে ধরা পড়েনি। ছেলেটিকে নিয়ে মধ্যশিক্ষা পর্ষদে গিয়েছিলাম। ভুলের কথা বলে ওর মার্কশিট যদি দেওয়া যায়, সেই আবেদনও করেছি।”

অন্য বিষয়গুলি:

madhyamik exam Education
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy