গ্রাফিক: সন্দীপন রুইদাস।
রাজ্যে আরও কিছুটা কমল নতুন কোভিড আক্রান্তের সংখ্যা। সংক্রমণের দৈনিক হার ৩ শতাংশের নীচে থাকলেও বৃহস্পতিবারের তুলনায় গত ২৪ ঘণ্টায় তা কিছুটা বেড়েছে। কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও।
স্বাস্থ্য দফতর প্রকাশিত শুক্রবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪২২ জন। তবে সংক্রমণের হার সামান্য বেড়ে দাঁড়িয়েছে ২.৮৮ শতাংশ। এটাই ২.৭০ শতাংশ ছিল বৃহস্পতিবার। শুক্রবার পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৫ লক্ষ ২ হাজার ৭০৬ জন। উত্তর ২৪ পরগনাতে নতুন আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, ১৫৮ জন। তালিকায় তার পরেই রয়েছে পশ্চিম মেদিনীপুর (১৫৭ জন), দার্জিলিং (১৫১ জন) এবং কলকাতা (১৩৭ জন)। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৮৪০ জন। সেই হিসেবে রাজ্যে সক্রিয় রোগীর সংখ্যা কমে দাঁড়াল ১৯,৭২৯। সুস্থতার হার ৯৭.৫১ শতাংশ।
স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৩ জনের। রাজ্যে এখনও পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছেন ১৭ হাজার ৭৫৮ জন। জেলাভিত্তিক রিপোর্ট বলছে, উত্তর ২৪ পরগনায় মৃত্যু হয়েছে ৮ জনের। কলকাতায় ৫ জনের।
বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে টিকাকরণের সংখ্যা অনেকটাই কমেছে। ওই সময়ের মধ্যে ১ লক্ষ ১৯ হাজার ৭৮৩ জনকে টিকা দেওয়া হয়েছে। রাজ্যে এখনও পর্যন্ত টিকা পেয়েছেন ২ কোটি ২০ লক্ষ ১০ হাজার ১১৭ জন। স্বাস্থ্য দফতরের হিসেবে দৈনিক কোভিড পরীক্ষা হয়েছে ৫২ হাজার ১৬৬ জনের, যা বৃহস্পতিবারের তুলনায় কম। মোট কোভিড পরীক্ষা হয়েছে ১ কোটি ৪৩ লক্ষ ২৫ হাজার ৯৯ জনের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy