Advertisement
০৮ নভেম্বর ২০২৪
TET Scam

গান্ধীমূর্তির নীচে ধর্নায় বাধা, পুলিশি ‘জুলুমের’ বিরুদ্ধে হাই কোর্টে চাকরিপ্রার্থীরা

টেট উত্তীর্ণ প্রার্থীরা চাকরির দাবিতে পথে নেমেছেন। পুজোর আগে হাই কোর্টের নির্দেশ মেনে গান্ধীমূর্তির পাদদেশে ধর্নায় বসার অনুমতি মিলেছিল। তার পর সেখান থেকে তাঁদের তুলে দেওয়া হয়।

হাই কোর্টের নির্দেশ মেনে গান্ধীমূর্তির পাদদেশে ৫ দিনের জন্য ধর্নায় বসার অনুমতি দিয়েছিল পুলিশ।

হাই কোর্টের নির্দেশ মেনে গান্ধীমূর্তির পাদদেশে ৫ দিনের জন্য ধর্নায় বসার অনুমতি দিয়েছিল পুলিশ। ছবি: পিটিআই।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২২ ১২:১৪
Share: Save:

গান্ধীমূর্তির পাদদেশে চাকরিপ্রার্থীদের অবস্থান বিক্ষোভে পুলিশি বাধার বিরুদ্ধে মামলা হল কলকাতা হাই কোর্টে। বুধবার মামলা দায়েরের অনুমতি দেন বিচারপতি রাজাশেখর মান্থা। বৃহস্পতিবার মামলাটির শুনানি হতে পারে।

২০১২ এবং ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রার্থীরা চাকরির দাবিতে পথে নেমেছেন। পুজোর আগে হাই কোর্টের নির্দেশ মেনে তাঁদের গান্ধীমূর্তির পাদদেশে ৫ দিনের জন্য ধর্নায় বসার অনুমতি দিয়েছিল পুলিশ। কিন্তু তার পর সেখান থেকে তাঁদের তুলে দেওয়া হয়। অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ বাধা দিচ্ছে। গান্ধীমূর্তির পাদদেশে ধর্না চালিয়ে যাওয়ার অনুমতি দিচ্ছে না পুলিশ। পুলিশের এই জুলুমের বিরুদ্ধেই উচ্চ আদালতের দ্বারস্থ হন চাকরিপ্রার্থীরা। মামলা দায়েরের অনুমতি মিলেছে বুধবার।

প্রসঙ্গত, এসএসসি এবং টেট নিয়োগে দুর্নীতির বিরুদ্ধে এবং যোগ্য প্রার্থীদের চাকরির দাবিতে গত কয়েক দিন ধরেই শহরের নানা প্রান্তে বিক্ষোভ আন্দোলন চলছে। এতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে বলে পাল্টা অভিযোগ ওঠে। তা নিয়েও জনস্বার্থ মামলা দায়ের হয়েছে হাই কোর্টে। উচ্চ আদালত সেই মামলার রায় ঘোষণা স্থগিত রেখেছে। তার মাঝেই ফের গান্ধীমূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ চালিয়ে যাওয়ার আবেদন জানিয়ে হাই কোর্টে দায়ের হল নতুন মামলা।

অন্য বিষয়গুলি:

TET Scam Calcutta High Court TET Agitation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE