সকালের দিকে আবহাওয়া মনোরম হলেও বেলা বাড়লেই চড়ছে পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা থাকছে স্বাভাবিকের থেকে বেশি। তবে এই তাপমাত্রা একটু কমার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মার্চের প্রথম সপ্তাহে মিলতে পারে বসন্তের আমেজ। উত্তরবঙ্গে যদিও তাপমাত্রার হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই। রাজ্যের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে আগামী তিন দিন তাপমাত্রার হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই। তার পরের দু’দিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তখন দক্ষিণবঙ্গে মিলবে বসন্তের আমেজ। আগামী শনিবার পর্যন্ত দক্ষিণের কোনও জেলায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। হাওয়া অফিস জানিয়েছে, সোমবারও কলকাতার আকাশ পরিষ্কার থাকবে। দিনের তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। রাতের তাপমাত্রা থাকতে পারে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আরও পড়ুন:
উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন তাপমাত্রার হেরফের হওয়ার কোনও সম্ভাবনা নেই। আট জেলায় বৃষ্টিরও কোনও পূর্বাভাস নেই। আগামী পাঁচ দিন শুষ্কই থাকবে উত্তরবঙ্গ।