এক দিনে প্রায় সাত ডিগ্রি কমে গেল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা। সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে নীচে নেমে গিয়েছে। আগামী কয়েক দিন তাপমাত্রা এমন থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তার পর আবার পারদ চড়বে।
শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ৯.২ ডিগ্রি কম। তার আগের দিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রাও কমেছে (২০.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩.৫ ডিগ্রি কম)। ঝড়বৃষ্টির কারণেই তাপমাত্রা কমেছে। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। সঙ্গে কোথাও কোথাও দমকা হাওয়া ছিল। কলকাতায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হয়েছে। রবিবারও সেই পূর্বাভাস রয়েছে।
আরও পড়ুন:
আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আরও তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমবে। তার পরের ২৪ ঘণ্টায় তাপমাত্রার বড় কোনও পরিবর্তন হবে না। তবে তার পর থেকে আবার পারদ চড়তে শুরু করবে। তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও। রবিবার থেকে আবহাওয়ার উন্নতি হবে রাজ্যের সব প্রান্তে। আর কোথাও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার পর্যন্ত রাজ্যের সব জেলায় হলুদ সতর্কতা জারি রাখা হয়েছে।
বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প পশ্চিমবঙ্গের উপকূল হয়ে স্থলভাগে ঢুকছিল। পাশাপাশি অসম-সহ বিভিন্ন দিকে সক্রিয় ছিল অক্ষরেখা। সেই কারণেই রাজ্য জুড়ে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়। তবে আপাতত সেই সম্ভাবনা কেটে গিয়েছে। আবার তাপমাত্রা বৃদ্ধি পেতে চলেছে কলকাতায়।