বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
নবান্নের বৈঠকে যোগ দেবেন না তিনি। সোমবার টুইট করে জানিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইটে তিনি লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগিতার কারণে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, লোকায়ুক্ত ও রাজ্যে তথ্য কমিশনার নিয়োগের বৈঠকে আমি যোগ দেব না। মাননীয় রাজ্যপালের নির্দেশ এ ক্ষেত্রে অমান্য করা হয়েছে।' এই প্রসঙ্গে পর পর দু'টি টুইট করেন নন্দীগ্রাম বিধায়ক। দ্বিতীয় টুইটে তিনি অভিযোগ করেন, বৈঠক সংক্রান্ত যে তথ্য তিনি রাজ্য সরকারের কাছে চেয়ে পাঠিয়েছিলেন, তা তাঁকে দেওয়া হয়নি। এমন অসহযোগিতার কারণেই নবান্নের বৈঠকে যোগ দেবেন না তিনি।
I won't be attending the Meeting at Nabanna today regarding the appointments of the Chairman & another member of the WBHRC, Lokayukta and State Information Commissioner due to the non cooperation of WB Govt and non compliance of the directives issued to them by Hon'ble Governor.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) May 23, 2022
তথ্য চেয়ে তিনি যে চিঠিটি রাজ্যের স্বরাষ্ট্রসচিবকে পাঠিয়েছিলেন, নিজের দ্বিতীয় টুইটে সেই চিঠিটিও পোস্ট করে দিয়েছেন শুভেন্দু। গত সপ্তাহে স্বরাষ্ট্রসচিব বি পি গোপালিকা তাঁকে চিঠি দিয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, লোকায়ুক্ত ও রাজ্যের তথ্য কমিশনার নিয়োগ সংক্রান্ত বিষয়ে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছিলেন। আমন্ত্রণপত্র পাওয়ার পরেই স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিয়ে তিনি বৈঠক সংক্রান্ত তথ্য জানাতে বলেন। কিন্তু রবিবার পর্যন্ত তাঁর দফতরে সরকারের তরফে কোনও তথ্য না পৌঁছানোয় বৈঠকে না যাওয়ার সিদ্ধান্ত নেন শুভেন্দু। বিরোধী দলনেতার ঘনিষ্ঠ মহল জানাচ্ছে, তিনি আগেই বুঝেছিলেন নবান্নের তরফে তাঁকে কোনও তথ্য দেওয়া হবে না। তাই আগে থেকেই ইঙ্গিত দিয়ে তিনি জানিয়েছিলেন, নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠক ‘অসাংবিধানিক’। সে কারণেই সেখানে না-ও যেতে পারেন তিনি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy