Advertisement
০৫ নভেম্বর ২০২৪
West Bengal Panchayat Election 2023

অধীরের পর পঞ্চায়েতে হিংসা নিয়ে হাই কোর্টে যেতে চলেছেন শুভেন্দু, কিছু বুথে ভোট বাতিলেরও দাবি

সোমবার শুভেন্দু পঞ্চায়েত ভোটে ‘হিংসা’ এবং নিয়মভঙ্গের জন্য রাজ্য প্রশাসনের পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের উদ্দেশেও তোপ দাগেন। তাঁর অভিযোগ, রাজ্যের ১৮ হাজার বুথে ছাপ্পা ভোট হয়েছে।

Suvendu Adhikari said he will appeal to Calcutta High Court on Panchayat Vote

শুভেন্দু অধিকারী। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১০ জুলাই ২০২৩ ১৩:৫৮
Share: Save:

পঞ্চায়েত ভোট নিয়ে এ বার কলকাতা হাই কোর্টে যাওয়ার কথা জানালেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার নন্দীগ্রামে সাংবাদিক বৈঠক করে শুভেন্দু জানান, মঙ্গলবার হাই কোর্টের দ্বারস্থ হবেন তিনি। তিনি এ-ও জানান যে, নির্বাচনে ‘হিংসা’ এবং ‘নিয়মভঙ্গে’র তথ্যপ্রমাণ হিসাবে এক হাজারেরও বেশি ভিডিয়ো ফুটেজ আদালতে জমা দেবেন তিনি। ঘটনাচক্রে, মঙ্গলবারই পঞ্চায়েত নির্বাচনের ফল ঘোষণা। সে দিনই পঞ্চায়েত নির্বাচনে অনিয়ম এবং হিংসার অভিযোগ তুলে উচ্চ আদালতে যাওয়ার কথা জানালেন শুভেন্দু। পঞ্চায়েত ভোট ঘিরে অশান্তি এবং মৃত্যুর ঘটনায় সোমবারই হাই কোর্টের দ্বারস্থ হন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। জনস্বার্থ মামলাটিতে নিজেই সওয়াল করেন তিনি।

সোমবার শুভেন্দু পঞ্চায়েত ভোটে ‘হিংসা’ এবং নিয়মভঙ্গের জন্য রাজ্য প্রশাসনের পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের উদ্দেশেও তোপ দাগেন। তাঁর অভিযোগ, রাজ্যের ১৮ হাজার বুথে ছাপ্পা ভোট হয়েছে। কমিশনকে আক্রমণ করে তিনি বলেন, “আমরা ৬ হাজার বুথের তালিকা জমা দিয়েছিলাম। কিন্তু আমাদের তালিকার ভিত্তিতে পুনর্নিবাচন করা হয়নি।” যে সব বুথে ছাপ্পা ভোট দেওয়া হয়েছে, সেখানে সিসি ক্যামেরার মুখ অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।

মামলা প্রসঙ্গে শুভেন্দু বলেন, “বেশ কিছু পোর্টাল এবং কিছু ইলেকট্রনিক মিডিয়ার কাছ থেকে আমরা এক হাজারেরও বেশি ভিডিয়ো ফুটেজ পেয়েছি। কাল (সোমবার) সেগুলি আদালতে দেখাব। ওই বুথগুলোয় পোলিং (ভোট) বাতিলের আর্জি জানাব।” তাঁর এই সংক্রান্ত পিটিশন প্রস্তুত হয়ে গিয়েছে বলেও জানিয়েছেন শুভেন্দু। বিজেপির ‘লিগ্যাল টিম’-এর সঙ্গেও সোমবার তাঁর কথা হবে বলে জানিয়েছেন তিনি। রাজ্যপালের দিল্লি যাত্রা প্রসঙ্গে শুভেন্দুকে প্রশ্ন করা বলে তিনি বলেন, “মানুষ ফল দেখতে চায়।”

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE