বর্ষার শুরুতেই রাজ্যে ফের ডেঙ্গির চোখরাঙানি। গত সাত দিনে রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে আক্রান্তের সংখ্যা ১২৯। স্বাস্থ্য ভবনের তরফে তেমনই জানা গিয়েছে। আরও জানা গিয়েছে যে, ২৬ জুন পর্যন্ত রাজ্যে ১ হাজার ৩২৮ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। কলকাতাতেও আক্রান্তের সংখ্যা ১০০ পেরিয়েছে। তবে আক্রান্তের সংখ্যার নিরিখে শীর্ষে উত্তর ২৪ পরগনা। স্বাস্থ্য দফতরের চিন্তা বাড়িয়েছে মালদহ, মুর্শিদাবাদ, হুগলির মতো জেলাগুলিও।
আরও পড়ুন:
২০২৩ সালে ১২ বছরের রেকর্ড ভেঙে গোটা রাজ্যে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ছুঁয়েছিল। এ বার যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না বেরোয়, তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে পুরসভা এবং পঞ্চায়েতগুলি। মূলত নিকাশিনালা এবং আবর্জনা পরিষ্কার, মশানিরোধক ওষুধ ব্যবহারের উপর জোর দিচ্ছে স্থানীয় প্রশাসন। মশার কামড় রুখতে মশারি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের একাংশ মনে করছেন, বর্ষার শুরুতে ডেঙ্গির প্রকোপ বাড়লেও পরিস্থিতি এখনও হাতের বাইরে বেরোয়নি। তবে ডেঙ্গিরোধে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির উপর জোর দিতে চাইছে প্রশাসন।