Advertisement
০২ নভেম্বর ২০২৪

মাদ্রাসায় নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টের নোটিস 

আজ এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য জানতে চেয়ে প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবডের বেঞ্চ নোটিস দিয়েছে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০২০ ০৪:২৬
Share: Save:

মাদ্রাসায় শিক্ষক বা শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে মাদ্রাসা কমিটিগুলির হাতে শর্তহীন ক্ষমতা থাকতে পারে না বলে জানুয়ারির গোড়ায় রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল কাঁথি মাদ্রাসা কমিটি। দাবি, এই বিষয়টি বৃহত্তর বেঞ্চে পাঠানো হোক। আজ এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য জানতে চেয়ে প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবডের বেঞ্চ নোটিস দিয়েছে। বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বে দুই বিচারপতির বেঞ্চ পশ্চিমবঙ্গের মাদ্রাসা কমিশনের বৈধতাকে স্বীকৃতি দেয়। সংবিধানের দোহাই দিয়ে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান পরিচালন কমিটির হাতে নিয়োগের সম্পূর্ণ অধিকার থাকতে পারে না। কিন্তু আজ কাঁথি মাদ্রাসার হয়ে আইনজীবী রাজীব ধবন যুক্তি দেন, এই রায় গত বছরের ২৫ সেপ্টেম্বরে বিচারপতি রোহিংটন নরিম্যানের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চের রায়ের বিপরীত। তিন বিচারপতির বেঞ্চ বলেছিল, সংবিধানের ৩০-তম অনুচ্ছেদে প্রদত্ত সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান গঠন ও তার পরিচালনায় সংখ্যালঘুদের অধিকার খারিজ করে দেওয়া চলবে না।

অন্য বিষয়গুলি:

Supreme Court of India Madrasah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE