মন্টুরাম পাখিরা। ফাইল চিত্র।
গদখালি থেকে গোসাবা পর্যন্ত সেতু তৈরির জন্য ‘অবৈধ’ গাছ কাটার ইঙ্গিত দিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরা। বিধানসভায় সোমবার তিনি জানান, গদখালি থেকে গোসাবা পর্যন্ত সেতু তৈরির জন্য ২৮৪ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ওই সেতু যেখানে হবে, তার মধ্যে গোসাবা থানা পড়েছে। তাই বারুইপুরের পুলিশ সুপারের সঙ্গে কথা বলে তা ভাঙা হয়েছে। অন্যত্র তা গড়ার জন্য দু’কোটি টাকা দেওয়া হবে। এই প্রসঙ্গেই মন্টুরামবাবু বলেন, ‘‘বন দফতরের সঙ্গেও কথা হয়েছে। ওই সেতু যে রাস্তায় হবে, সেই পথে যে অবৈধ (আনঅথারাইজড) গাছপালা রয়েছে, সেগুলোর বিষয় ওরা দেখছে।’’ যদিও গাছপালা কী ভাবে ‘অবৈধ’ হয়, তা স্পষ্ট করেননি মন্ত্রী।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy