Advertisement
১৬ জানুয়ারি ২০২৫
Duare Sarkar 2025

বছরের শুরুতেই ‘দুয়ারে সরকার’ শিবির, কবে থেকে কবে পর্যন্ত চলবে? দিনক্ষণ ঘোষণা নবান্নের

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প সংক্রান্ত আবেদন জানানো যাবে ‘দুয়ারে সরকার’-এর শিবিরে। ২০২০ সালে চালু হওয়ার পর থেকে এই নিয়ে নবম বার এই প্রকল্পের শিবির আয়োজন করা হচ্ছে।

‘দুয়ারে সরকার’-এর শিবির শুরুর বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন।

‘দুয়ারে সরকার’-এর শিবির শুরুর বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। —ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা
শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫ ২০:৪২
Share: Save:

নতুন বছরের প্রথম মাসেই ‘দুয়ারে সরকার’ শিবিরের আয়োজন করল রাজ্য সরকার। আগামী ২৪ জানুয়ারি থেকে এই শিবির বসবে রাজ্যের বিভিন্ন প্রান্তে। চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। বৃহস্পতিবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ।

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে নাম নথিভুক্ত করা বা যে কোনও পরিবর্তনের আবেদন গ্রহণ করা হবে ‘দুয়ারে সরকার’-এর শিবিরে। সাধারণত রবিবার বা সরকারি কোনও ছুটির দিনে এই শিবির বন্ধ থাকবে বলে জানিয়েছে নবান্ন। তবে আঞ্চলিক ভাবে ছুটির দিনেও কোথাও কোথাও শিবিরের আয়োজন করা যেতে পারে। প্রয়োজন বুঝে সেই সংক্রান্ত সিদ্ধান্ত নেবে স্থানীয় প্রশাসন।

২০২০ সালের ডিসেম্বর মাসে ‘দুয়ারে সরকার’ প্রকল্প চালু করেছিল রাজ্য সরকার। এই নিয়ে নবম বার এই প্রকল্পের শিবির আয়োজিত হচ্ছে। এর মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা পেতে পারেন মানুষ। কোনও সরকারি দফতরে গিয়ে প্রকল্পে নাম নথিভুক্ত করা বা ওই প্রকল্প সংক্রান্ত অন্য কোনও কাজ করার প্রয়োজন পড়ে না। ‘দুয়ারে সরকার’-এর শিবিরে গিয়েই সরকারি যে কোনও প্রকল্পে যে কোনও কাজের আবেদন করা যেতে পারে। এর মাধ্যমে সব সরকারি প্রকল্পকে এক ছাদের নীচে নিয়ে এসেছে নবান্ন।

২৪ জানুয়ারি থেকে যে ‘দুয়ারে সরকার’ চালু হচ্ছে, তাতে প্রায় সব সরকারি প্রকল্পের আবেদনই জানানো যাবে। নবান্নের বিজ্ঞপ্তিতে সেই তালিকা প্রকাশ করা হয়েছে। ‘খাদ্যসাথী’, ‘স্বাস্থ্যসাথী’, ‘শারীরিক অক্ষমতার শংসাপত্র’, ‘তফসিলি জাতি ও উপজাতি সংশাপত্র’, ‘তফসিল বন্ধু’, ‘মেধাশ্রী’, ‘শিক্ষাশ্রী’, ‘জয় জোহার’, ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’, ‘লক্ষ্মীর ভান্ডার’, ‘বার্ধক্য ভাতা’, ‘ঐক্যশ্রী’, ‘স্টুডেন্ট ক্রেডিট কার্ড’-সহ প্রকল্পের উল্লেখ রয়েছে তালিকায়। এ ছাড়া, আধার কার্ড সংক্রান্ত সমস্যাও ওই শিবিরে জানানো যাবে। ১ ফেব্রুয়ারি পর্যন্ত ‘দুয়ারে সরকার’ শিবিরে যে যে আবেদন জমা পড়বে, ২৮ ফেব্রুয়ারির মধ্যে সেগুলির ‘প্রসেসিং’ হয়ে যাবে।

অন্য বিষয়গুলি:

Duare sarkar Government Schemes Nabanna Chief Secretary of West Bengal Manoj Pant
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy