Advertisement
২৫ ডিসেম্বর ২০২৪
partha chatterjee

SSC recruitment scam: এসএসকেএমে নিয়ে যাওয়া হল পার্থকে, হুইল চেয়ারে বসে হাসপাতালে পৌঁছলেন মন্ত্রী

মূল ঘটনা

১৯:৩৪ সর্বশেষ
আদালত থেকে বার করা হল পার্থকে, নিয়ে যাওয়া হবে এসএসকেএমে
১৭:১৬
দু’দিনের ইডি হেফাজতে পার্থ
১৪:৪৭
দু’দিনের ইডি হেফাজতে পার্থ
১৪:২০
পার্থ একা নন, স্বয়ং মুখ্যমন্ত্রী জড়িত, গ্রেফতারের দাবি জানাচ্ছি: অশোক
১৪:০২
ব্যাঙ্কশাল আদালতে তোলা হতে পারে পার্থকে, বলছে সূত্র
১৩:৩২
জোকা ইএসআই হাসপাতাল থেকে বেরিয়ে আদালতের পথে পার্থ?
১৩:২৭
নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাননি, বললেন গ্রেফতার হওয়া পার্থ
১৩:০৪
সাড়ে ১১টায় হাসপাতালে, পার্থকে নিয়ে ইডি বেরোল প্রায় দেড় ঘণ্টা বাদে
১৩:০১
দেড় ঘণ্টা ঘুরে ঘুরে জোকার হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থকে
১২:৫৮
শুক্রবারে জিজ্ঞাসাবাদ, শনিতে গ্রেফতারি!
পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হল এসএসকেএমে।

পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হল এসএসকেএমে। — নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৯:৫৭
Share: Save:
শুধু মূল বিষয়গুলি
timer শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৯:৪৪

হুইল চেয়ারে বসে এসএসকেএমে পার্থ

ব্যাঙ্কশাল আদালত থেকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে। হুইল চেয়ার বসে হাসপাতালে পৌঁছলেন মন্ত্রী। সেখানে তাঁর ডাক্তারি পরীক্ষা হবে। তাঁকে দু’দিন ইডির হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

timer শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৯:৩৪ key status

আদালত থেকে বার করা হল পার্থকে, নিয়ে যাওয়া হবে এসএসকেএমে

ব্যাঙ্কশাল আদালত থেকে বার করা হল পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হবে।

Advertisement
timer শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৭:১৬ key status

দু’দিনের ইডি হেফাজতে পার্থ

পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে নিজেদের হেফাজতে নিতে চায় ইডি। জানানো হয়, আর্থিক অনিয়মের অভিযোগে মামলা করা হয়েছে। প্রথমে তাঁর ১৪ দিনের হেফাজত চান ইডির আইনজীবী। অন্য দিকে, পার্থের আইনজীবী এর বিরোধিতা করেন। তাঁদের দাবি, আদালতে নির্দিষ্ট তথ্য দিতে পারেনি ইডি।দীর্ঘ সওয়াল-জবাবের পর আদালত পার্থকে দু’দিনের ইডি হেফাজতের নির্দেশ দেয়। সোমবার ফের এই মামলা এমপি-এমএলএ কোর্টে উঠবে বলে জানিয়েছেন পার্থের আইনজীবী।

timer শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৪:৪৭ key status

দু’দিনের ইডি হেফাজতে পার্থ

ডাক্তারি পরীক্ষার পর পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে যাওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে। তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইতে পারে ইডি।

timer শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৪:২০ key status

পার্থ একা নন, স্বয়ং মুখ্যমন্ত্রী জড়িত, গ্রেফতারের দাবি জানাচ্ছি: অশোক

শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়। এসএসসি দুর্নীতির পিছনে গোটা তৃণমূল দলই জড়িত। তাই শুধু পার্থকে গ্রেপ্তার করলে হবে না। মুখ্যমন্ত্রীকেও গ্রেফতার করতে হবে। শনিবার প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা রাজ্যের শিল্পমন্ত্রীকে ইডি’র গ্রেফতারি নিয়ে এমনটাই বললেন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য অশোক ভট্টাচার্য। রাজ্যের প্রাক্তন মন্ত্রীর মন্তব্য, ‘‘শুধু ২০ কোটি টাকা নয়।দ্বিগুণ টাকা রয়েছে। খোঁজ নিলে আরও পাওয়া যাবে।’’ 

timer শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৪:০২ key status

ব্যাঙ্কশাল আদালতে তোলা হতে পারে পার্থকে, বলছে সূত্র

জোকা ইএসআই হাসপাতাল থেকে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে বেরিয়েছেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, সেখান থেকে সরাসরি ব্যাঙ্কশাল আদালতে তোলা হতে পারে মন্ত্রীকে।

Advertisement
timer শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৩:৩২ key status

জোকা ইএসআই হাসপাতাল থেকে বেরিয়ে আদালতের পথে পার্থ?

প্রায় ঘণ্টা দেড়েকের ডাক্তারি পরীক্ষার পর জোকার ইএসআই হাসপাতাল থেকে বের হন পার্থ। এ বার কি আদালতে নিয়ে যাওয়া হবে মন্ত্রীকে? না কি ইডি দফতরে নিয়ে গিয়ে আবার হবে জিজ্ঞাসাবাদ? চলছে জল্পনা। 

timer শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৩:২৭ key status

নেত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাননি, বললেন গ্রেফতার হওয়া পার্থ

শনিবার দুপুর দেড়টা নাগাদ জোকা ইএসআই হাসপাতাল থেকে বেরোন পার্থ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে ইডির গাড়িতে ওঠার সময় পার্থকে জিজ্ঞাসা করা হয় তাঁর নেত্রীর সঙ্গে কথা হয়েছে কি না। যা উত্তরে পার্থের সংক্ষিপ্ত জবাব, ‘‘চেষ্টা করেছিলাম। পাইনি।’’

timer শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৩:০৪ key status

সাড়ে ১১টায় হাসপাতালে, পার্থকে নিয়ে ইডি বেরোল প্রায় দেড় ঘণ্টা বাদে

নিজেদের হেফাজতে নেওয়ার আগে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক পরীক্ষা হল জোকা ইএসআই হাসপাতালে। প্রায় দেড় ঘণ্টা বাদে পার্থকে নিয়ে হাসপাতাল থেকে বের হন ইডি আধিকারিকরা।  

timer শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১৩:০১ key status

দেড় ঘণ্টা ঘুরে ঘুরে জোকার হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থকে

শনিবার সকালে এসএসসি দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হন প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রথমে জানা যায়, নাকতলার বাড়ি থেকে মন্ত্রীকে নিয়ে যাওয়া হচ্ছে সল্টলেক সিজিও দফতরে। পরে জানা যায়, তাঁকে সরাসরি তোলা হবে আদালতে। কিন্তু আবার বদলে যায় ইডির গাড়ির চাকা। গাড়ি বাঁকে বেহালার রাস্তার দিকে। পার্থের অফিসেও জাননি ইডি আধিকারিকরা। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে? ধোঁয়াশা। অবশেষে মন্ত্রীকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে। সেখানে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা হয়।

timer শেষ আপডেট: ২৩ জুলাই ২০২২ ১২:৫৮ key status

শুক্রবারে জিজ্ঞাসাবাদ, শনিতে গ্রেফতারি!

এই ইডি ‘সফর’-এর শুরুটা অবশ্য শুক্রবার। প্রথমে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়িতে পৌঁছয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তার অব্যবহিত পরে খবর পাওয়া যায়, প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য, এসএসসি-র প্রাক্তন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিংহ এবং মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বাড়িতেও হানা দেয় ইডি। তার মধ্য়েই খবর পাওয়া যায় রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতেও তদন্তে যান ইডি আধিকারিকরা। প্রায় ২৬ ঘণ্টা পার্থকে জিজ্ঞাসাবাদ চলে। শনিবার সকালে সিবিআই সূত্রে জানা যায়, তদন্তে সহযোগিতা করছেন না তৃণমূলের মহাসচিব। তাই তাঁকে গ্রেফতার করা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy