সিলিকোসিস আক্রান্তদের নিয়ে মিছিল ও অবস্থান। কলকাতায়। নিজস্ব চিত্র।
সিলিকোসিস আক্রান্ত মানুষের মিছিল হল কলকাতায়। সিলিকোসিস পুননর্বাসন নীতি কার্যকর করা, বেআইনি পাথর ক্রাশার ও খাদানকে আইনের আওতায় এনে সেখানে শ্রম আইন ও শ্রমিক সুরক্ষা নিশ্চিত করার দাবিতে ওই মিছিলের ডাক দিয়েছিল সিলিকোসিস-সহ নানা পেশাগত রোগ-বিরোধী কো-অর্ডিনেশন কমিটি। এন্টালির রামলীলা ময়দান থেকে বুধবার ধর্মতলা পর্যন্ত সিলিকোসিস আক্রান্তদের নিয়ে মিছিলে সামিল হয়েছিলেন বিভিন্ন শ্রমিক সংগঠন ও নাগরিক আন্দোলনের নেতা-কর্মীরা।
মিছিলে ছিলেন ফুয়াদ হালিম, চঞ্চল চক্রবর্তী, দীপালি ভট্টাচার্য, স্নিগ্ধা বসু প্রমুখ। ধর্মতলায় অবস্থান থেকে একটি প্রতিনিধিদল শ্রম দফতরে এই বিষয়ে দাবি জানাতে গিয়েছিল। অবস্থান-সভায় বক্তা ছিলেন সিটুর আসাদুল্লাহ গায়েন, এআইসিসিটিইউ-এর দিবাকর ভট্টাচার্য, আইনজীবী শামিম আহমেদ, বিজ্ঞান মঞ্চের মিলন গায়েনেরা। তাঁদের দাবির সুষ্ঠু সমাধান না মিললে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে অবস্থান-মঞ্চ থেকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy