Advertisement
০২ নভেম্বর ২০২৪
Sharad Samman

করোনায় সতর্ক পুজোও পাবে শারদ সম্মান

কলকাতা ও সংলগ্ন পুর এলাকা, জেলা, ভিন্ রাজ্য এবং বিদেশের সেরা পুজোগুলির জন্য সরকার ২০১৩ সাল থেকেই ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ পুরস্কার দিয়ে আসছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২০ ০৩:২৩
Share: Save:

নজিরবিহীন অতিমারির আবহে দুর্গোৎসবের প্রস্তুতিতে চূড়ান্ত সতর্ক রাজ্য সরকার। সরকারের সুরক্ষা-বিধি সর্বত্র প্রচার করেছে প্রশাসন। সেই নিয়মবিধি পালন নিশ্চিত করতে এ বার সরকারি শারদ সম্মানেও করোনা সচেতনতাকে অন্তর্ভুক্ত করল রাজ্য।

কলকাতা ও সংলগ্ন পুর এলাকা, জেলা, ভিন্ রাজ্য এবং বিদেশের সেরা পুজোগুলির জন্য সরকার ২০১৩ সাল থেকেই ‘বিশ্ব বাংলা শারদ সম্মান’ পুরস্কার দিয়ে আসছে। প্রতিমা, মণ্ডপভাবনা, আলোকসজ্জা, পরিবেশ সচেতনতা, সমাজকল্যাণ, শিল্পী, ঢাক ইত্যাদি ক্ষেত্রে উৎকর্ষ বিচার করে সেরা পুজোর পুরস্কার দেওয়া হত এত দিন। এ বছর ‘সেরা কোভিড-সচেতন’ পুজোগুলিও শারদ সম্মানের তালিকাভুক্ত হবে। এক প্রশাসনিক কর্তা বলেন, “চলতি পরিস্থিতিতে নথিভুক্ত পুজো কমিটিগুলিকে অর্থ সাহায্য করেছে রাজ্য সরকার। প্রশাসন আশা করে, কোভিডের সুরক্ষা বিধি মেনে তারা উৎসব পালন করবে। সেই উদ্যোগকে আরও উৎসাহ দিতেই এই ব্যবস্থা।” ১০ অক্টোবর থেকে ১৬ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদনপত্র পাওয়া যাবে। তা জমা দিতে হবে এই সময়সীমার মধ্যেই।

মহোৎসবে সতর্কতায় শৈথিল্য ঘটলেই যে সংক্রমণ বাড়তে পারে, সেটা মনে করিয়ে দিয়ে চিকিৎসক সমাজও সব রাজনৈতিক দলের উদ্দেশে আবেদন জানিয়েছে, পুজোয় সাধারণ মানুষকে সংযমী করার জন্য তারা যেন সক্রিয় ভূমিকা নেয়।

অন্য বিষয়গুলি:

Sharad Samman Durga Puja
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE