সাফাই অভিযানের পর শহীদ মিনারে শ্রদ্ধা জ্ঞাপন।—নিজস্ব চিত্র।
দিল্লির হিংসায় প্রাণ গিয়েছে অন্তত ৪২ জনের। দিল্লির হত্যালীলার ‘রক্ত মেখে’ কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, এমনই অভিযোগ বাম ও কংগ্রেসের। শাহ সভা করে চলে যাওয়ার পরে কস্টিক সোডা, সাবানজল দিয়ে শহিদ মিনারের বেদি সাফাই করে প্রতীকী প্রতিবাদ জানাল কংগ্রেস ও সিপিএমের ছাত্র সংগঠন। প্রদেশ কংগ্রেসের সমন্বয় কমিটির চেয়ারম্যান শুভঙ্কর সরকারের তত্ত্বাবধানে সোমবার ওই সাফাই অনুষ্ঠানে ছিলেন কলকাতা জেলা ছাত্র পরিষদের সভাপতি অর্ঘ্য গণ, রাজ্য ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম, কলকাতা জেলা এসএফআইয়ের শুভঙ্কর দাস প্রমুখ। নীরবতা পালন করে দিল্লিতে নিহতদের প্রতি শ্রদ্ধাও জানান তাঁরা। অর্ঘ্যের বক্তব্য, ‘‘রক্তমাখা নিয়ে শাহ বাংলার মাটিকে অপবিত্র করেছেন! যত ক্ষণ তিনি ছিলেন, আমরা বিক্ষোভ ও প্রতিবাদ করেছি। আজ এসেছি বিজেপির এই ভাইরাস ধুয়ে সাফ করতে!’’ প্রতীকী কর্মসূচির জন্যই তাঁরা শুধু শহিদ মিনারে সাফাই অভিযান করেছেন বলে জানান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy