দেশ জুড়ে বেড়ে চলা নারী নিগ্রহের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ দিবস পালন করল এসএফআই। তাদের অভিযোগ, কোনও জায়গাই এখন আর মেয়েদের পক্ষে নিরাপদ নেই। যে কোনও অছিলায় নিগ্রহ, ধর্ষণ থেকে শুরু করে খুনের ঘটনা ঘটছে। এই পরিস্থিতির অবসান ঘটানোর দাবিতেই সোমবার দেশ জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছিল এসএফআই। বিভিন্ন রাজ্যে ছাত্র সংগঠনের নেতা-নেত্রী, কর্মী-সমর্থকেরা যে যেখানে আছেন, সেখানেই প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে এ দিন প্রতিবাদে শামিল হয়েছিলেন। প্রতিবাদে যোগ দিয়েছিলেন এসএফআইয়ের সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস, সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপ্সিতা ধর, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ঐশী ঘোষ-সহ সর্বস্তরের ছাত্র নেতৃত্ব।