Advertisement
১৯ জানুয়ারি ২০২৫
SFI

ছাত্র-ভোট চেয়ে পথে এসএফআই

কলেজ স্ট্রিট থেকে এনআরএস মেডিক্যাল পর্যন্ত ওই মিছিলে যোগ দিয়েছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস, দীপ্সিতা ধর, সৃজন ভট্টাচার্য-সহ অন্যেরা।

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শুক্রবার মিছিল করল কলকাতা জেলা এসএফআই।

ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শুক্রবার মিছিল করল কলকাতা জেলা এসএফআই। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ০৪:৪২
Share: Save:

পুজোর পরে ছাত্র সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছিল রাজ্য সরকার। এখনও সেই সংক্রান্ত কোনও ঘোষণা না-হওয়ায় দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে শুক্রবার শহরে মিছিল করল কলকাতা জেলা এসএফআই। কলেজ স্ট্রিট থেকে এনআরএস মেডিক্যাল পর্যন্ত ওই মিছিলে যোগ দিয়েছিলেন সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস, দীপ্সিতা ধর, সৃজন ভট্টাচার্য-সহ অন্যেরা। ময়ূখের বক্তব্য, “এক দশকের বেশি ছাত্র সংসদ নির্বাচন হয়নি কলেজগুলিতে। সরকার নিজেদের লোককে বসিয়েছে এবং তাঁরা কোটি-কোটি টাকা তুলছেন। এটা চলবে না।”

সেই সঙ্গে ‘ভয়মুক্ত ক্যাম্পাস’ গড়ার ডাক দিয়ে মহাবোধি সোসাইটিতে কনভেনশনও করেছে এসএফআই। কনভেনশনে ছিলেন গণতান্ত্রিক মহিলা সমিতির সর্বভারতীয় সাধারণ সম্পাদক মরিয়ম ধওয়েলে। আর জি কর-কাণ্ডকে সামনে রেখে ন্যায়-বিচারের দাবিতে রাজ্যে যে আন্দোলন, সেই প্রসঙ্গ টেনে তাঁর বক্তব্য, “লিঙ্গ সমতার দাবিতে লড়াই শুধু মহিলাদের জন্য নয়। সামজের সব অংশের মানুষ এই লড়াইয়ের সঙ্গে যুক্ত। লিঙ্গ সমতার আসল কথা হচ্ছে সবার জন্য সমান আইন ও এক বিচার।” সেখানে বক্তৃতা করেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী, ফুয়াদ হালিম, উৎপল বন্দ্যোপাধ্যায়, মৌমিতা আলম, আভা দেব হাবিব।

অন্য বিষয়গুলি:

SFI student election Rally
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy