ফাইল ছবি
হাওড়া থেকে বালি পুরসভাকে আলাদা করার বিলে তিনি এখনও সই করেননি। সেটি এখনও তাঁর ‘বিবেচনাধীন’। তাই আলাদা নয়, হাওড়া এবং বালি মিলিয়ে মোট ৬৬টি ওয়ার্ডেই ভোট করাতে পারে রাজ্য নির্বাচন কমিশন। সোমবার টুইট করে কমিশনের উদ্দেশে এমনই বার্তা দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়।
টুইটে তিনি লেখেন, ‘হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন (সংশোধনী) বিল এখনও রাজ্যপালের বিবেচনাধীন। সরকারের কাছ থেকে কিছু তথ্য পাওয়ার জন্য অপেক্ষা করছেন। হাওড়া থেকে বালি পুরসভা আলাদা করার জন্য কোনও আলাদা প্রস্তাব রাজ্যপালের কাছে পাঠানো হয়নি। তাই ২০১৫ সালের মতো রাজ্য নির্বাচন কমিশন হাওড়া পুরসভা ৬৬টি ওয়ার্ডে ভোট করাতে পারে।’
উল্লেখ্য, হাওড়া পুরসভার অন্তর্ভুক্ত ওয়ার্ডের সংখ্যা ৫০ এবং বালির ১৬। অর্থাৎ, দু’টি মিলিয়ে ৬৬টি ওয়ার্ড। যে সংখ্যা উল্লেখ করেছেন রাজ্যপাল।
Howrah Municipal Corporation (Amendment) Bill, 2021 is pending consideration by WB Governor as inputs @MamataOfficial are awaited.
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) December 27, 2021
Proposal to separate Bally Municipality from HMC was never sent for consideration of Governor.
SEC can hold HMC polls with 66 wards as in 2015. pic.twitter.com/ayh8eiSuCd
এত দিন হাওড়া পুরসভার অধীনই ছিল বালির এলাকা। গত নভেম্বর মাসে বিধানসভার শীতকালীন অধিবেশনে হাওড়া ও বালি পুরসভাকে আলাদা করা বিল পাশ হয়। কিন্তু রাজ্যপাল ওই বিলে সই না করার ফলে দুই কলকাতা ও হাওড়ায় একসঙ্গে পুরভোট করানো যায়নি। কিছুদিন আগে বিষয়টি নিয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের হাই কোর্টে পেশ করা বক্তব্য এবং রাজ্যপালের টুইটে ধোঁয়াশা তৈরি হয়। ওই বিষয়ে প্রকাশিত খবর খারিজ করে টুইটারে রাজ্যপাল জানিয়ে দেন, তিনি হাওড়া এবং বালি পুরসভাকে আলাদা করার বিলে সই করেননি। সোমবার তাঁর নয়া টুইটে হাওড়া এবং বালি আলাদা না-করে একসঙ্গে ভোট করার কথা বললেন রাজ্যপাল ধনখড়।
রাজ্যপাল ২০১৫ সালে হাওড়া পুরসভার ৬৬ টি ওয়ার্ডে ভোট হওয়ার কথা উল্লেখ করলেও, ওই বছর বালির অন্তর্গত ১৬টি ওয়ার্ডে নির্বাচন হয়। হাওড়া পুরসভার ৫০টি ওয়ার্ডে নির্বাচন হয় ২০১৩ সালে।
প্রসঙ্গত, সোমবার বিকেলে একটি সাংবাদিক বৈঠক ডেকেছে রাজ্য নির্বাচন কমিশন। মনে করা হচ্ছে, ওই সাংবাদিক বৈঠক হাও়ড়া এবং বালির ভোট সংক্রান্ত বিষয়েই ডাকা হয়েছে। রাজ্যপালের সকালের বক্তব্যের পর ওই বিষয়ে কমিশন কী বলে সেটাই দেখার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy