Advertisement
০৩ নভেম্বর ২০২৪
Sabina Yeasmin

TMC: ‘জিতেছেন বলে গাড়িতে ঘুরবেন না, মানুষের পাশে থাকুন’, সদ্যজয়ীদের বার্তা সাবিনার

শিলিগুড়িতে মহকুমা পরিষদে সদ্যজয়ী তৃণমূলের নেতা-নেত্রীরা যে মানুষেরা পাশে থাকবেন, সে দাবি করেছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।

সাবিনা ইয়াসমিন।

সাবিনা ইয়াসমিন। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শিলিগুড়ি শেষ আপডেট: ২৬ জুলাই ২০২২ ২১:১৮
Share: Save:

শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে জয়লাভের পর সদ্যজয়ী তৃণমূল নেতা-নেত্রীদের মানুষের পাশে থাকার বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মঙ্গলবার শিলিগুড়িতে তাঁদের উদ্দেশে সাবিনা বলেন, ‘‘ভোটে জিতেছেন বলে সাত দিন পর কালো-সাদা স্করপিও গাড়িতে ঘুরবেন না। আগামী পাঁচ বছর মানুষের পাশে থাকুন।’’

মঙ্গলবার শিলিগুড়িতে মহকুমা পরিষদের জয়ী প্রার্থীদের শপথগ্রহণ-সহ সংবর্ধনা অনুষ্ঠান উপস্থিত ছিলেন রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। মাটিগাড়া বিডিও অফিসে সদ্যজয়ীদের শপথবাক্য পাঠের পর আঠারোখাই মাঠে তাঁদের সংবর্ধনা অনুষ্ঠান হয়। ওই অনুষ্ঠানে ত্রিস্ত্ররীয় পঞ্চায়েতের জয়ী সদস্য ছাড়াও দার্জিলিঙের জেলাশাসক এস পুণ্যবল্লম, শিলিগুড়ির মেয়র গৌতম দেব-সহ জেলা, এসজেডিএ, এনবিডিডি-সহ প্রশাসনের উচ্চ আধিকারিকেরাও ছিলেন। সদ্যজয়ীদের নিজেদের দায়িত্ব মনে করিয়ে দেন সাবিনা। শপথবাক্য পাঠ শেষে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন, ‘‘ভোটে জয়ী হয়ে শপথবাক্য পাঠ করলেন৷ কিন্তু সাত দিন পর স্করপিও গাড়িতে ঘুরে বেড়াবেন না৷ মানুষের কাছে যে ভাবে ভোটের আবেদন করেছিলেন, সে ভাবেই আগামী পাঁচ বছর তাদের পাশে থাকুন। প্রয়োজনে সাইকেলে বা রিক্সায় করে মানুষের কাছে পৌঁছন। তাতে তাদের ভালো লাগবে।’’

তৃণমূলের সদ্যজয়ীরা যে মানুষেরা পাশে থাকবেন, সে দাবি করেছেন গৌতম দেব। তিনি বলেন, ‘‘ভৌগলিক দিক থেকে যথেষ্ট গুরুত্বপূর্ণ শিলিগুড়ি মহকুমা পরিষদ৷ ভবিষ্যতে সাধারণ মানুষের সমস্যার সমাধান করবে। পাশেই শিলিগুড়ি কর্পোরেশন রয়েছে। আমরা হাতে হাত রেখে কাজ করব৷’’ মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষের দাবি, সকলের সহযোগিতায় ভাল কাজ করতে পারবেন তাঁরা। তাঁর কথায়, ‘‘অনেক প্রত্যাশা নিয়ে লড়াই করে বোর্ড আমাদের দখলে এসেছে। ন’টি আসনের মধ্যে আটটিই আমাদের দখলে। কাজের মাধ্যমে এটা ভাল করে সাজাতে চাই। সকলের সহোযোগিতা চাই। চারটি ব্লকের অনেক কাজ৷ পানীয় জলের সমস্যা রয়েছে। ২২টি গ্রাম পঞ্চায়েতেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ দ্রুত করতে হবে।’’

অন্য বিষয়গুলি:

Sabina Yeasmin TMC Siliguri
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE