Advertisement
০২ নভেম্বর ২০২৪
Shashi Panja

Rupeshree: রূপশ্রী: আয়ের সীমা বৃদ্ধি প্রাপক বাড়াতে

বিধানসভায় সোমবার প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানিয়েছেন নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। তাজমুল হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, গত আর্থিক বর্ষে ৩ লক্ষ ১৩ হাজার ৭১৫ জন রূপশ্রী প্রকল্পের সুবিধা পেয়েছেন।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৫ মার্চ ২০২২ ০৭:২২
Share: Save:

বছরে সর্বোচ্চ ১ লক্ষ ২০ হাজার টাকা আয়ের পরিবারের মেয়েরা রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের সুবিধা পেতেন। আরও বেশি মেয়েকে ওই প্রকল্পের আওতায় আনতে বার্ষিক আয়ের সর্বোচ্চ সীমা বাড়িয়ে দেড় লক্ষ টাকা করা হয়েছে।

বিধানসভায় সোমবার প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানিয়েছেন নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা। তাজমুল হোসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও জানান, গত আর্থিক বর্ষে ৩ লক্ষ ১৩ হাজার ৭১৫ জন রূপশ্রী প্রকল্পের সুবিধা পেয়েছেন। রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পে মেয়েদের বিয়ের সময়ে আর্থিক সাহায্য করা হয়। অনেক সময় ওই টাকা পেতে দেরি হয়। সেই সংক্রান্ত প্রশ্নের জবাবে শশী জানান, রূপশ্রী প্রকল্পের সুবিধা পেতে হলে মেয়ের বিয়ের ৬০ দিন আগে আবেদন করতে হয়। আবেদন করার সময়সীমা বিয়ের ৩০ দিন আগে পর্যন্ত থাকে। কিন্তু অনেক সময়েই আবেদন আসে বহু দেরিতে। সে ক্ষেত্রে সমস্যা হয়।

মন্ত্রীর কথায়, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলকেই রূপশ্রীর সুবিধা দিতে বলেছেন। তাই শেষ মুহূর্তে আবেদন এলেও তা আমরা নিই এবং তড়িঘড়ি তদন্ত করি। তদন্ত করতে একটু সময় তো লাগেই। তাতেই দেরি হয়।”

ইদ্রিশ আলির প্রশ্নের জবাবে শশী এ দিন বিধানসভায় আরও জানান, ২০২১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে কন্যাশ্রী প্রকল্পে আর্থিক সহায়তা প্রাপকের সংখ্যা ৭২ লক্ষ ৪১ হাজার ৭৮১। চলতি অর্থবর্ষে আরও ৩০ লক্ষ ২১ হাজার ৩৭৮ জন ছাত্রীকে ওই ভাতা দেওয়া হবে।

রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায় এ দিন বিধানসভায় প্রশ্নের জবাবে জানান, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা মানুষকে সহজে পাইয়ে দিতে রাজ্যে ইতিমধ্যে ২৩০৪টি ক্রেতা পরিষেবা কেন্দ্র (কাস্টমার সার্ভিস পয়েন্ট) খোলা হয়েছে। মন্ত্রী আরও জানান, সমবায় ব্যাঙ্কগুলি থেকে ঋণ পাওয়ার জন্য ১৯ হাজার ৭৪৩ জন স্টুডেন্টস ক্রেডিট কার্ড পাওয়া ছাত্রছাত্রী আবেদন করেছেন। এখনও পর্যন্ত ৭ হাজার ১৯৩ জনকে ঋণ দেওয়া হয়েছে।

পাশাপাশি, পূর্তমন্ত্রী মলয় ঘটক এ দিন বিধানসভায় প্রশ্নের জবাবে জানান, ২০২১-’২২ অর্থবর্ষে ৭ মার্চ পর্যন্ত রাজ্যে মোট ১৮৬৮.৬৩ কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে। আরও ৩১৯৬.৩০ কিলোমিটার রাস্তা তৈরির কাজ চলছে। রাস্তা তৈরিতে চলতি অর্থবর্ষে ৩১০৪ কোটি টাকা খরচ হয়েছে।

অন্য বিষয়গুলি:

Shashi Panja Ruprashree
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE