প্রতীকী ছবি।
পরীক্ষার্থীদের ট্যাব বা স্মার্টফোন পেতে অ্যাকাউন্ট নম্বর আপলোড করার সময়সীমা বাড়ানোর আর্জি জানাচ্ছেন শিক্ষকদের একাংশ। পড়াশোনায় যাতে সুবিধা হয়, সেই জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ট্যাব বা স্মার্টফোন কিনতে পরীক্ষার্থী বা পরীক্ষার্থীদের অভিভাবকদের অ্যাকাউন্টে ১০ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার।
ওই অ্যাকাউন্ট নম্বর ৩ জানুয়ারির মধ্যে বাংলা শিক্ষা পোর্টালে আপলোড করার জন্য প্রধান শিক্ষকদের নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর। শিক্ষকদের একাংশের মতে, এত কম সময়ের মধ্যে স্কুলের সব উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বা তাঁদের অভিভাবকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আপলোড করতে গিয়ে অসুবিধায় পড়তে হচ্ছে। অনেক সময়েই পোর্টাল ‘হ্যাং’ করে যাচ্ছে। এক প্রধান শিক্ষকের অভিযোগ, অ্যাকাউন্ট নম্বর পোর্টালে আপলোড করার পরে জেলা স্কুল পরিদর্শককে সেই সংক্রান্ত সার্টিফিকেটও পাঠাতে হচ্ছে। পশ্চিমবঙ্গ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক নবকুমার কর্মকার বলেন, “বর্ষশেষে এখন ছুটির আমেজ। তার উপরে ৩ জানুয়ারি রবিবার। সে-দিনও প্রধান শিক্ষকদের স্কুলে যেতে হচ্ছে। এত কম সময়ে সকলের অ্যাকাউন্ট নম্বর জোগাড় করে আপলোড করার পরে তা জেলা স্কুল পরিদর্শককে জানাতে গিয়ে প্রধান শিক্ষকদের কার্যত হিমশিম খাওয়ার অবস্থা।”
নববাবু জানান, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ট্যাবের জন্য ১০ হাজার টাকা দেওয়ার যে-সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, তাতে খুব ভাল সাড়া মিলেছে। তাড়াহুড়ো করে পরীক্ষার্থীদের অ্যাকাউন্ট নম্বর আপলোড করতে গিয়ে ভুলভ্রান্তি হতে পারে, কোনও পরীক্ষার্থীর নাম বাদ পড়ে যেতে পারে। এগুলো মোটেই কাম্য নয়। তাই তাঁরা চান, অ্যাকাউন্ট নম্বর আপলোড করার সময়সীমা বাড়ানো হোক। প্রথমে ঠিক ছিল, সরাসরি ট্যাব দেওয়া হবে। কিন্তু এক লপ্তে এত দ্রুত এত ট্যাব কিনতে অসুবিধা হবে ভেবে ট্যাব বা স্মার্টফোন বাবদ ১০ হাজার টাকা পরীক্ষার্থীদের দেওয়া হবে বলে ঘোষণা করে রাজ্য সরকার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy