উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী পন্ডিত সমরেশ চৌধুরী।
মারা গেলেন বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী পন্ডিত সমরেশ চৌধুরী। বুধবার রাত ৮ টা ১০ মিনিটে দুর্গাপুরের মিশন হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর।
বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ হাসপাতাল থেকে তাঁর মৃতদেহ রওনা হওয়ার কথা। প্রথমে তাঁর মৃতদেহ নরেন্দ্রপুরে নিজ বাসভবন নীলাচল হাউসিং কমপ্লেক্সে পৌঁছবে। এর পর সেখান থেকে দেহ নিয়ে যাওয়া হবে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনেই ছাত্রজীবনের দীর্ঘ সময় কাটিয়েছিলেন তিনি। পরবর্তীকালে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শিক্ষক ছিলেন।
এর পর সমরেশ চৌধুরীর দেহ নিয়ে যাওয়া হবে রাজ্য সঙ্গীত আকাদেমিতে। যেখানে দেহ দুপুর ২টো থেকে আড়াইটা পর্যন্ত শায়িত রাখার কথা। বিকেলে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
আরও পড়ুন: ‘৩ দিন পড়েছিল, মুখ্যমন্ত্রী আগে ব্যবস্থা নিলে বেঁচে যেত’, আক্ষেপ স্বজন হারা পরিবারের
দাবি পূরণ হলেই কাজে যোগ, রাজভবনে গিয়ে রাজ্যপালকে জানিয়ে এলেন জুনিয়র ডাক্তাররা
এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy