তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। নিজস্ব চিত্র
আগামী কয়েক দিনের মধ্যেই কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন ঘোষণা হয়ে যাবে। তার আগেই রবিবার দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের বিজয়া সম্মেলনীতে দলীয় নেতাদের কড়া বার্তা দিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। ভবানীপুর এলাকার তেরাপন্থ ভবনে অনুষ্ঠিত হয় তৃণমূলের বিজয়া সম্মেলন। সেখানে ডাকা হয়েছিল তৃণমূলের জেলার বিভিন্ন শাখা সংগঠনের প্রধানদের। ডাকা হয়েছিল দক্ষিণ কলকাতার তৃণমূলের সংগঠনের অধীন ৮৩টি ব্লক সভাপতি ও বিভিন্ন ওয়ার্ডের কো-অর্ডিনেটরদের। তাঁদের উপস্থিতিতে রাজ্যসভার সাংসদ বলেন,‘‘কলকাতা ও হাওড়া পুরসভার নির্বাচন হবে। তারপরই হবে আরও ১১৬টি পুরসভার নির্বাচন। দল যাকে উপযুক্ত মনে করবে, তিনিই প্রার্থী হবেন। দলের সিদ্ধান্তের উর্ধ্বে কেউ নন।’’
তিনি বলেন, ‘‘গ্রাম পঞ্চায়েতের সদস্য থেকে লোকসভার সদস্য হওয়ার ইচ্ছা প্রত্যেক রাজনৈতিক কর্মীর মধ্যে থাকা উচিত। তবে সেই ইচ্ছা পূরণ না হলে জেহাদ করাও কোনও ভাল রাজনৈতিক কর্মীর কাজ নয়। কারণ আমাদের সব ইচ্ছে পূরণ হবে এমন কোনও শর্ত নেই।’’ সুব্রত আরও বলেন, ‘‘গত বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা। তাই রাজনৈতিক খিদে পূরণ না হলে আপনারা কোনও পদক্ষেপ করলে মানুষ আপনাদের ছেড়ে কথা বলবে না। তাই বিরূপ পরিস্থিতিতে কোনও সিদ্ধান্ত বা পদক্ষেপ করার আগে চারবার চিন্তা করবেন।’’ সঙ্গে তৃণমূলের রাজ্য সভাপতি দক্ষিণ কলকাতার নেতৃত্বকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘‘অনেক আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন ছোট লালবাড়ি দখলে এলেই বড় লাল বাড়ি দখল সম্ভব। এখন আমরা বলছি ছোট লালবাড়ি দখলে থাকলেই এ রাজ্যের তৃণমূলের প্রভাব থাকবে। তাই আপনাদের উদ্দেশে বলব ছোট লালবাড়ির দখলে ভাল ফল করতে আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন।’’
সম্মেলনে নিজের সংক্ষিপ্ত বক্তৃতায় কলকাতা পুরসভার পুর প্রশাসক তথা রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘এখন রাজ্যের তৃণমূল ছাড়া কোথাও কোনও রাজনৈতিক দল নেই। এমনটা ভেবে অনেকেই ঔদ্ধত্যপূর্ণ আচরণ করছেন। আমি দক্ষিণ কলকাতার কথা বলছি না। রাজ্যের কোথাও কোথাও এমন ভাবনা এসেছে। এমন ভাবনার মানে আপনার মধ্যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ এসেছে।’’ তিনি আরও বলেন, ‘‘তৃণমূল ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য ক্ষমতায় আসেনি। মানুষকে পরিষেবা দিন। কাজ করুন। জানি বহুবার বহুরকম ভাবে মানুষ আপনাদের বিরক্ত করবে। কিন্তু তাদের ব্যবহারে বিরক্ত না হয়ে তাদের কাজ করে দিন, সেবা দিন। তবে আমরা দীর্ঘদিন এ রাজ্যে নিজেদের দলকে ক্ষমতায় রাখতে পারব।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy