Advertisement
১২ অক্টোবর ২০২৪
Nikhilbanga Adhyaksha Parishad

অধ্যক্ষ পরিষদে বিক্ষুব্ধ গোষ্ঠীর জয় কলকাতায়

ছ’বছর ধরে নিখিল বঙ্গ অধ্যক্ষ পরিষদের নির্বাচন হচ্ছিল না। সংগঠনের সভাপতি সুবীরেশ এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন প্রধান এবং সেই সূত্রে নিয়োগ দুর্নীতির মামলায় এখন জেলবন্দি।

স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য।

স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য। — ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৬ জানুয়ারি ২০২৩ ০৯:৪৭
Share: Save:

স্কুলে নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতারের পরে সুবীরেশ ভট্টাচার্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-পদ থেকে সরে যেতে বাধ্য হলেও নিখিল বঙ্গ অধ্যক্ষ পরিষদের সভাপতির পদে তিনি থাকেন কী ভাবে, সেই বিষয়ে প্রশ্ন ও ক্ষোভ জোরদার হচ্ছিল। তারই মধ্যে ওই পরিষদের কলকাতা বিশ্ববিদ্যালয় শাখার ভোটে জিতল ক্ষমতাসীনদের বিরোধী গোষ্ঠী। রবিবার হাওড়া বিজয়কৃষ্ণ গার্লস কলেজে ওই শাখার নির্বাচন হয়।

ছ’বছর ধরে নিখিল বঙ্গ অধ্যক্ষ পরিষদের নির্বাচন হচ্ছিল না। সংগঠনের সভাপতি সুবীরেশ এসএসসি বা স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন প্রধান এবং সেই সূত্রে নিয়োগ দুর্নীতির মামলায় এখন জেলবন্দি। অধ্যক্ষ পরিষদের শীর্ষ পদে তাঁর থেকে যাওয়ার বিষয়টিকে ঘিরে প্রশ্ন ওঠার পাশাপাশি সংগঠনের সম্পাদক-পদে এখনও দীপক করের থাকাটাও নিয়মবহির্ভূত বলে অনেক দিন ধরেই অভিযোগ উঠছে। এই অভিযোগ তুলছিলেন বিক্ষুব্ধ অধ্যক্ষেরাই। বিষয়টি নিয়ে তাঁরা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছেও পৌঁছে গিয়েছিলেন।

অধ্যক্ষদের বৃহৎ অংশের দাবি ছিল, অধ্যক্ষ পরিষদের রাজ্য কমিটির নির্বাচনের আগে ওই সংগঠনের কলকাতা বিশ্ববিদ্যালয় শাখার ভোট করতে হবে। শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলার পরেই তাঁরা জানতে পারেন, কলকাতা বিশ্ববিদ্যালয় শাখার নির্বাচন তাড়াতাড়িই হবে। এ দিন সেই ভোট হয়েছে। নির্বাচনে ক্ষমতাসীন গোষ্ঠী এবং বিক্ষুব্ধ গোষ্ঠী আলাদা প্যানেল দিয়েছিল। ভোটাভুটির পরে দেখা যায়, জিত হয়েছে বিক্ষুব্ধ গোষ্ঠীর।

এ দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কলেজগুলির ৭১ জন অধ্যক্ষ ভোটাভুটিতে যোগ দেন। নতুন সভাপতি হয়েছেন চিত্তরঞ্জন কলেজের অধ্যক্ষ শ্যামলেন্দু চট্টোপাধ্যায়। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুরেন্দ্রনাথ কলেজের অধ্যক্ষ ইন্দ্রনীল কর। আন্দুল কলেজের অধ্যক্ষ সুব্রত রায় কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

অধ্যক্ষ পরিষদের রাজ্য সম্মেলন ২২ জানুয়ারি কোচবিহার কলেজে হওয়ার কথা। কলকাতা বিশ্ববিদ্যালয় কমিটির সদ্য জয়ী সভাপতি শ্যামলেন্দু বলেন, ‘‘শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছেন, কোচবিহার কলেজে সংগঠনের রাজ্য সম্মেলনের পরে ফেব্রুয়ারিতে অধ্যক্ষ পরিষদের রাজ্য কমিটির ভোট হবে কলকাতায়।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE