জেলায় লোকসভা ভোটপর্ব নির্বিঘ্নে সম্পন্ন করতে সোমবার পুরুলিয়ায় ঝাড়খণ্ড সীমানা লাগোয়া জেলার পুলিশ কর্তাদের নিয়ে একটি বৈঠক করল নির্বাচন কমিশন। পুরুলিয়া জেলা পুলিশের অতিথি নিবাস ক্ষণিকায় অনুষ্ঠিত এই বৈঠকে কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষক কৃপানন্দ ত্রিপাঠি উজেলার সঙ্গে রাজ্য পুলিশের ডিআইজি (মেদিনীপুর রেঞ্জ) অজয় নন্দ, ঝাড়খণ্ডের ডিআইজি কোলহান মহম্মদ নেহাল, ডিআইজি (কোলফিল্ড রেঞ্জ) দেববিহারী শর্মা-সহ দুই রাজ্যের পদস্থ পুলিশকর্তারা উপস্থিত ছিলেন। সিআরপি-র তিনটি ব্যটেলিয়ানের কমান্ডিং অফিসারেরাও বৈঠকে ছিলেন।
লাগোয়া ঝাড়খণ্ডের সঙ্গে ৩৮০ কিলোমিটার জুড়ে ছড়িয়ে রয়েছে পুরুলিয়ার সীমানা। সীমানার ওপারের একাধিক অঞ্চলে রয়েছে মাওবাদী তৎপরতা। সদ্যসমাপ্ত ঝাড়খণ্ডে শেষদফা নিবার্চনের দিন দুমকায় মাওবাদী হানায় প্রাণ হারিয়েছেন আট জন। তা ছাড়া নানা সূত্রে এই এলাকায় খবর মিলছে মাওবাদীদের গতিবিধির। সব মিলিয়ে লোকসভা ভোটে পুরুলিয়ায় চূড়ান্ত সতর্কতা নিতে চায় কমিশন। পুলিশ সূত্রের খবর, এ বারে ভোটে ৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাচ্ছে পুরুলিয়া। ফলে এ বার এমনিতেই কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হবে জেলাকে। বৈঠক শেষে অজয় নন্দ বলেন, “৭ মে এই জেলায় ভোট। ঝাড়খণ্ডের দীর্ঘ এলাকা এ রাজ্যের সঙ্গে জুড়ে রয়েছে। তাই ওই রাজ্যের পুলিশের সঙ্গে সমন্বয় বৈঠকের আয়োজন করা হয়েছিল। কী ভাবে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হবে, তা নিয়ে আলোচনা হয়েছে।” মাওবাদীদের কোনও স্কোয়াড এই জেলার সীমানা এলাকায় বা জেলায় ঢুকে কাজ করছে কি না, এ প্রশ্নের উত্তরে ডিআইজি বলেন, “সুনির্দিষ্ট কোনও খবর নেই। তবে এই এলাকায় তো এদের করিডর রয়েছে। তা ব্যবহার করতে পারে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy